আর মাত্র কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়ার বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রিংকু সিংকে (Rinku Singh) নিয়ে। ভারতীয় দলের তারকা খেলোয়াড় রিংকু সিং নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন। টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বারবার উঠে আসছে রিংকুর নাম। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তাঁর বিস্ফোরক ইনিংস আবারও তাঁকে লাইমলাইটে এনেছে। বেশ কিছু সূত্র দাবি জানিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঞ্চে কাটাতে হবে রিনকুকে। রিনকু সিং দীর্ঘদিন পর প্রথম একাদশে ফিরে এসেই দেখিয়ে দিলেন, কেন তাঁকে ফিনিশারের ভূমিকায় এতটা ভরসা করা হয়। ২০ বলে অপরাজিত ৪৪ রান, শেষ ওভারে চার-ছক্কার বন্যা – সব মিলিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
দুর্দান্ত ছন্দে রয়েছেন রিংকু সিং

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর ডেথ ওভারের পরিসংখ্যান কার্যত ঈর্ষণীয়। পরিসংখ্যান বলছে, রিঙ্কুর মোট রানের প্রায় ৩৬ শতাংশ এসেছে শুধুমাত্র অন্তিম ওভারে। শেষ দুই ওভারে ২২টি ছক্কা ও ১৪টি বাউন্ডারি মারার ক্ষমতা তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে। চাপের মুহূর্তে বড় শট খেলাই তাঁর সবচেয়ে বড় অস্ত্র। এছাড়া চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে উপরে ব্যাটিং করার সুযোগ পান তিনি, এদিন ছারে ব্যাটিং করতে আসেন রিংকু। এদিন তার ব্যাট থেকে এসেছে ৩০ বলে ৩৯ রান। মিডল অর্ডারে সেভাবে ছন্দ ফিরে পেলেন না রিঙ্কু। আসন্ন বিশ্বকাপে রিঙ্কুকে দলে সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে বেশ জিজ্ঞাসা তৈরী হয়েছে। বিশ্বকাপের মঞ্চে সাবেক ভারত অধিনায়ক রোহিত শর্মার পছন্দের পাত্র পাবেন সুযোগ।
Read More: পাকিস্তানের বয়কটেই ভাগ্য বদল, বিশ্বকাপে ফেরার সুযোগ বাংলাদেশের !!
রোহিতের পছন্দের তারকা ছিনিয়ে নেবেন জায়গা

রোহিতের পছন্দের এই তারকা হলেন তিলক ভার্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলা এখনও নিশ্চিত নয়। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা স্পষ্ট করে জানিয়েছেন, তিলক নিজেকে বড় ম্যাচের প্লেয়ার হিসেবে প্রতিষ্ঠা করেছে। ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পর থেকেই তিলকের ধারাবাহিক উন্নতি খুব কাছ থেকে দেখেছেন হিটম্যান। অভিষেক মরশুমেই তিলক করেছিলেন ৩৯৭ রান। সেই সঙ্গে ছিল ৩৩ বলে ৬১ রানের ঝকঝকে ইনিংস। রোহিতের কথায়, “তিলক প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সে আসার পরই বুঝেছিলাম, ওর মধ্যে আলাদা কিছু আছে। ও সব সময় ক্রিকেট নিয়ে আলোচনা করে, শিখতে চায়।” বিশেষজ্ঞদের মতে, তিলক ফিরলে রিঙ্কু সিংয়ের জায়গা ঝুঁকির মুখে পড়তে পারে। তবে ডেথ ওভারে রিঙ্কুর মতো কার্যকর ব্যাটার বর্তমানে হাতে গোনা। যদিও তিলকের স্থিতিশীলতা উপেক্ষা করাও কঠিন।