রিঙ্কু সিংয়ের বিরুদ্ধে FIR, বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন KKR তারকা !! 1

ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হলেন রিঙ্কু সিং। রিঙ্কু সিং মানেই শেষ ওভারের ভরসা। চাপে মাথা ঠান্ডা রেখে ম্যাচ শেষ করার ক্ষমতা তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে। কিন্তু ক্রিকেট মাঠের বাইরের এক ঘটনায় এই মুহূর্তে অস্বস্তিতে ভারতীয় দলের এই তারকা ব্যাটার। হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে উত্তরপ্রদেশের আলিগড়ে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের সূত্রপাত একটি AI-নির্ভর ভিডিও থেকে, যা রিঙ্কু নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন। ঘটনাটি উত্তরপ্রদেশের আলিগড়ের।

করণী সেনা নামে একটি সংগঠন অভিযোগ করেছে, রিঙ্কু সিং হিন্দু দেবদেবীদের এমনভাবে উপস্থাপন করেছেন, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই আলিগড় থানায় এফআইআর নথিভুক্ত করা হয়েছে। যে ভিডিওটি নিয়ে বিতর্ক, সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি। ভিডিওতে রিঙ্কুকে একাধিক ছক্কা মারতে দেখা যায়। এরপর প্রশ্ন ওঠে, ‘তোমাকে কে ক্রিকেটার বানিয়েছে?’ এবং পরের দৃশ্যে হনুমানের গাড়ি চালানো ও তাঁর পাশে শিব, গণেশ ও বিষ্ণুর উপস্থিতি দেখানো হয়। ভিডিওটির মূল বার্তা ছিল, ঈশ্বরের আশীর্বাদেই তাঁর সাফল্য। কিন্তু করণী সেনার দাবি, দেবদেবীদের এই ধরনের AI-ভিত্তিক উপস্থাপনা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে।

Read More: “চুপ কর বো#@$%…” ভক্তদের উপর ক্ষুব্ধ অর্ষদীপ সিং, দিলেন অকথ্য ভাষায় গালি !!

বিশ্বকাপের আগে অস্বস্তিতে রিঙ্কু সিং

Rinku Singh রিংকু সিং রিঙ্কু সিং
Rinku Singh | Image: Getty Images

সংগঠনের বক্তব্য, ধর্মীয় প্রতীককে বিনোদন বা ব্যক্তিগত প্রচারের অংশ হিসেবে ব্যবহার করা অনুচিত। বিতর্ক ছড়ানোর পর রিঙ্কু দ্রুত ভিডিওটি মুছে দেন। তবে ততক্ষণে বিষয়টি আইনি রূপ নিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ভারতীয় দলের পরিকল্পনায় রিঙ্কু এখন গুরুত্বপূর্ণ অংশ। তাঁর পরিসংখ্যানই তার প্রমাণ। টি-টোয়েন্টিতে ৪২-এর বেশি গড়, ৩৫টি টি-টোয়েন্টিতে ৫৫০ রান, চাপের মুহূর্তে পারফরম্যান্স—সব মিলিয়ে তিনি টিম ইন্ডিয়ার এক অন্যতম স্তম্ভ।

রিঙ্কু সিংয়ের ক্ষেত্রে এখন দেখার বিষয়, তিনি কীভাবে এই চাপ সামলে মাঠে নিজের পারফরম্যান্স বজায় রাখেন। তবে সম্প্রতি ঘটনা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছে সমাজ মাধ্যম জুড়ে। রিঙ্কু সিংয়ের এই কর্মকান্ডের পর সমাজ মাধ্যমে জোর দাবি উঠেছে তাকে টি-টোয়েন্টি দল থেকে ছাঁটাই করার। বিশেষ করে সামনে বিশ্বকাপ, আর বিশ্বকাপের দল থেকে তাকে বাদ দেওয়ার এক অভিযোগ উঠেছে। আগামীকাল থেকে শুরু হতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ।

Read Also: টি-২০ বিশ্বকাপে বাংলাদেশকে লাস্ট ওয়ার্নিং দিল ICC, ছিটকে গেলে এই নতুন দল পাবে এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *