একটি ইনিংসের মাধ্যমেই কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের হিরো হয়ে উঠেছিলেন রিংকু সিং (Rinku Singh)। ২০২৩ সালে গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে খেলা রিন্কু সিংয়ের বিধ্বংসী ইনিংস এখনও ভুলতে পারেনি ক্রিকেট বিশ্ব। তার এই ইনিংসের পরেই তিনি আবার খবরে শিরোনামে আসতে শুরু করে দিয়েছেন। একজন দুর্দান্ত ফিল্ডার হিসেবে পরিচিত রিঙ্কু। ২০২৩ সালের আইপিএলের মঞ্চ কাপিয়ে রেখেছিলেন তিনি। তবে, ২০২৪ সালের আইপিএলে প্রত্যাশিত প্রদর্শন দেখাতে ব্যর্থ হয়েছিলেন তিনি, তাই তার পক্ষে আগামী মৌসুমে কলকাতা দলে টিকে থাকাটাও সম্ভব নয়।
কলকাতা দল থেকে বাদ পড়ছেন রিঙ্কু
২০২৩ সালের আইপিএল মৌসুমে রিঙ্কুর প্রদর্শনের দৌলাতেই ভারতীয় দলের ঠাঁই হয় তার। টিম ইন্ডিয়ার হয়ে ইতিমধ্যেই ফিনিশিংয়ের জায়গাটি পাকা করে ফেলেছেন তিনি। আসন্ন আইপিএলে নিলামের মঞ্চে নাম লেখালেন পেতে পারেন বড় দাম। শুধু তাই নয়, একটি সূত্রের খবর অনুযায়ী এবার সাধারণ খেলোয়াড় থেকে সরাসরি অধিনায়কত্বের ডাক পাচ্ছেন রিংকু। আসন্ন মৌসুমে মেগা নিগামের কারণে রিঙ্কুকে ধরে রাখতে পারছে না কলকাতা নাইট রাইডার্স (KKR)। নিলামের মঞ্চে রিঙ্কুকে দেখা যেতে পারে। তবে তার আগে রিঙ্কু নিজেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
Read More: জাতীয় দলে নিজের ভাইয়ের জায়গা কেড়ে নিলেন এই তরুণ, বাংলাদেশের বিপক্ষেই হবে অভিষেক !!
তিনি একটি সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছিলেন কলকাতার পর যদি তিনি কোন ফ্রাঞ্চাইজিতে খেলতে চান তবে সেটি হল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, বিরাট কোহলির কারণেই তিনি RCB’র হয়ে খেলতে চেয়েছিলেন। তবে রিংকুকে দলে পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার ঘরোয়া দল লখনৌ সুপার জায়ান্টস। প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরের পর ভারতীয় দলের কোনো আন্তর্জাতিক খেলা নেই। আর এই দীর্ঘ ছুটিতে ভারত জুড়ে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লক্ষ্য করা যাচ্ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য একটি টুর্নামেন্ট হলো উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগ। আর এই লিগে খেলতে দেখা যাচ্ছে রিঙ্কু সিংকে (Rinku Singh)।
অধিনায়ক হতে চলেছেন রিঙ্কু
অধিনায়ক হিসেবে রিঙ্কু দুর্দান্ত প্রদর্শন দেখাচ্ছেন তার দলের হয়ে, এই টুর্নামেন্টে তিনি মিরাট মাভেরিক্স দলকে নেতৃত্ব দিচ্ছেন। আপাতত তার নেতৃত্বে দল শীর্ষস্থানে রয়েছে, ছয়টি ম্যাচে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন যেখানে পাঁচ ম্যাচে জয় পেয়েছে দল। তার প্রদর্শনের উপরে প্রসন্ন হয়েছেন লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েনকা। গত মৌসুমে লোকেশ রাহুল ছিলেন এই দলের অধিনায়ক, তবে রাহুলের উপর আশা হারিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে রিঙ্কু সিংকে তিনি ১৫ কোটি টাকার বিনিময়ে দলে শামিল করতে চাইছেন এবং তার হাতেই দলের দায়িত্ব দিতে বেশ আগ্রহী হয়ে উঠেছেন।