দীর্ঘ ১০ বছর আইসিসির কোনো ট্রফির মুখ দেখিনি টিম ইন্ডিয়া। এমনকি কিছুদিন আগেই,
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে ভারতের টানা দ্বিতীয় পরাজয় নিয়ে আবার একবার একবার ভঙ্গ হয়েছে ICC ট্রফি জয়ের স্বপ্ন। এরপর ভারতীয় দল উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ (WI VS IND), যেখানে আগামী ১২ জুলাই থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সফর শুরু হবে। এরপর ওখানেই দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের একটি সিরিজ খেলবে, টিম ইন্ডিয়া। সম্প্রতি ভারতীয় দল ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য। কিন্তু এখনো পর্যন্ত টি-টোয়েন্টির দল প্রকাশ হয়নি। তবে, এবার তরুণ প্লেয়ারদের কাছে সুযোগ রয়েছে দলে সুযোগ পাওয়ার।
Read More: WI VS IND: সিরিজ শুরুর আগে দলে বিরাট পরিবর্তন, রুতুরাজ-জয়সওয়ালের জায়গায় এন্ট্রি হলো পূজারা-সূর্যকুমারের !!
তরুণদের দেবে দলে সুযোগ
টেস্ট ও ওয়ানডে স্কোয়াড দেখে মনে হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট এবার তরুণদের বেছে নিতে চাইছে। তরুণদের মধ্যে এবছর আইপিএলে অসাধারণ ফর্ম দেখিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। সূত্রের খবর অনুযায়ী জাতীয় দলে সুযোগ পাওয়ার খুব কাছাকাছি রয়েছেন রিঙ্কু। ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে এবার অভিষেক করতে পারেন রিঙ্কু। এবছর আইপিএলে বেশ দারুন ফর্ম দেখিয়েছেন রিঙ্কু, প্রথম থেকেই তিনি বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিলেন যে তিনি ভবিষ্যতের সুপারস্টার। গুজরাত টাইটান্স দলের বিরুদ্বে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ ওভারে যখন প্রয়োজন ছিল ২৯ রানের তখন শেষ ৫ বলে ৫ টি ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন তিনি পরবর্তী ফিনিশার হতে চলেছেন। সামনে ওয়েস্ট ইন্ডিজ (WI VS IND) সফরে টিম ইন্ডিয়ার কাছে রয়েছে সুবর্ন সুযোগ জয়লাভ করার।
রিঙ্কু পাবেন সুযোগ
তিনি এবছর কলকাতা দলের হয়ে সর্বাধিক রান ও বানিয়েছেন তিনি এবছর ১৪ টি ম্যাচে ৫৯.২৫ গড়ে ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে। পাশাপশি তিনি ৪ টি অর্ধশতরান করে বানিয়েছেন ৪৭৪ রান। ওয়েস্ট ইন্ডিজে যাওয়া দলে তিনি যোগ দিতে পারেন। শুধু আইপিএল নয়, ঘরোয়া লিগেও বেশ চমৎকার পারফরমেন্স দেখান রিঙ্কু। শুধু ব্যাট হাতে নয়, বেশ দুরন্ত ফিল্ডিং করেন এই তরুণ। ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠবেন তিনি। ২০২৪ সালেই ওয়েস্ট ইন্ডিজ ও USA তে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, ঠিক এর আগেই টিম ম্যানেজমেন্ট চাইবে তাদের স্কোয়াড গড়ে নিতে। আর এই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই শুরু হবে সব পরীক্ষা।