আসন্ন আইপিএল (IPL 2026) নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় বেশ চর্চা শুরু হয়েছে। ১০টি ফ্রাঞ্চাইজি ইতিমধ্যেই তাদের ধরে রাখা খেলোয়াড়দের নাম ঘোষণা করে দিয়েছে। আগামী মাসেই সৌদি আরবে বসতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। নিলামের মঞ্চে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) সবথেকে বেশি টাকা নিয়ে বসতে চলেছে। আনুমানিক ৬৪ কোটি টাকা নিয়ে নিলামের মঞ্চে বসতে চলেছে KKR। আসন্ন আইপিএলে নাইট রাইডার্স দলের কে অধিনায়ক হবেন তা নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, আসন্ন আইপিএলে কেকেআরের নতুন অধিনায়ক হতে চলেছেন রিংকু সিং (Rinku Singh)। এই খবর সামনে আসতেই কেকেআর সমর্থকদের মধ্যে যেন নতুন করে আশার আলো জ্বলেছে। গত মরশুমে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) নেতৃত্বে থাকলেও তার অধিনায়কত্ব ছিল বিতর্কিত।
নতুন দায়িত্ব পেতে চলেছেন রিংকু সিং

২০২৪ সালে শিরোপা জয়ী কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ছেড়ে দিয়েছিল ফ্রাঞ্চাইজি। যার পর নিলামের মঞ্চে রাহানেকে ২ কোটিতে কিনে তাকেই দলের অধিনায়ক বানিয়েছিল ফ্রাঞ্চাইজি। তবে, কৌশলগত ভুল, মাঝপথে দল পরিচালনায় দ্বিধা এবং বোলারদের পরিচালনার অভাবে দলের পারফরম্যান্স তলানিতে ঠেকেছিল। এবার নতুন টিম ম্যানেজমেন্ট নিয়েই মাঠে নামতে প্রস্তুত কেকেআর দল। তাই নতুন মরশুমে কেকেআর টিম ম্যানেজমেন্ট সম্পূর্ণ নতুন দিশা দেখাতে রিংকুর উপর আস্থা রেখেছে।
Read More: দ্বিতীয় টেস্টে বাদ শুভমান গিল, তারকা অলরাউন্ডার নিলেন সরাসরি এন্ট্রি !!
নাইট রাইডার্সের কথা বলতে গেলে, রিংকু সিং শুধুমাত্র একজন ব্যাটার নন, তিনি টিমের ‘হার্টবিট’। গত কয়েকটি মরশুমে ফ্রাঞ্চাইজির হয়ে আগুন ঝরানো ব্যাটিং করেছেন রিংকু। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে তাঁর হাতেই গুরুদায়িত্ব তুলে দিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। চাপের মুখে বারবার রিংকু প্রমান করেছেন কেন তিনি দলের নতুন প্রকৃত ‘ফিনিশার’। গুজরাটের বিরুদ্ধে পাঁচ ছক্কার সেই ইনিংস থেকে শুরু করে একের পর এক লড়াই সামলে ম্যাচ জেতানোর ক্ষমতা তাকে কেকেআরের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটারে পরিণত করেছে।
দুর্দান্ত ছন্দে রয়েছেন রিংকু

সম্প্রতি রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছেন রিংকু। অন্ধ্রের বিরুদ্ধে ১৬৫ এবং তামিলনাড়ুর বিরুদ্ধে ১৭৬ রানের দুরন্ত ব্যাটিং করেছেন। তাঁর সম্প্রতি ছন্দ এবং মাঠে তাঁর শরীরী ভাষা, ইতিবাচক মনোভাব এবং সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক সব মিলিয়ে তাকে নেতৃত্বের জন্য একেবারে উপযুক্ত পছন্দ করে তুলেছে। তাছাড়া, দলের প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar) ও রিংকুর সম্পর্ক বেশ ভালো, যে কারণে রিংকুর হাতে নেতৃত্বের ব্যাটন উঠলে অবাক হওয়ার কিছুই নেই। টিম ম্যানেজমেন্টের ধারণা ২০২৬ আইপিএলে রিংকুর নেতৃত্বে কেকেআর আবারও সেই পুরোনো ছন্দে ফিরতে পারে।