আইপিএলের আগে বড় রদবদল! KKR-এ শেষ রাহানে অধ্যায়, নেতৃত্বে রিঙ্কু সিং 1

আইপিএল মানেই শুধু ক্রিকেট নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে কৌশল, নেতৃত্ব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। আইপিএল ২০২৬’এর মঞ্চ আরও জাকজমকপূর্ণ হতে চলেছে। আসন্ন আইপিএলে সবথেকে বড় প্রশ্ন হতে চলেছে অধিনায়কত্ব নিয়ে। রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স দলকে কে নেতৃত্ব দেবেন তা এখনও স্পষ্ট নয়। নতুন মরশুম শুরু হতে এখনও কিছুটা সময় থাকলেও, অধিনায়কত্ব নিয়ে ইতিমধ্যেই একাধিক দল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে হাঁটছে। নাইট রাইডার্স (KKR) শিবিরে নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা তুঙ্গে। গত মৌসুমে দলের অধিনায়ক হিসাবে দেখতে পাওয়া গিয়েছিল অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane)। এবার বিকল্প খুঁজছিল কেকেআর, আর সেই দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে রয়েছেন দলের ফিনিশার ব্যাটসম্যান রিঙ্কু সিং (Rinku Singh)।

কেকেআরের নেতৃত্ব বদলের অপেক্ষা

ajinkya-rahane-leaves-mumbai-captaincy kkr
Ajinkya Rahane | Image: Getty Images

বর্তমান অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) দলের জন্য গুরুত্বপূর্ণ হলেও তাঁর বয়স ও ভবিষ্যৎ পরিকল্পনা কেকেআরকে নতুন ভাবনায় বাধ্য করেছে। ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব থেকে সরানো হয়েছে তাঁকে। এবার কেকেআরও বড় সিদ্ধান্ত নিতে প্রস্তুত। দীর্ঘমেয়াদে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন অধিনায়ক নিয়োগ করতে চলেছে কেকেআর। আর রিঙ্কু সিং এই পর্যায়ে বেশ এগিয়ে রয়েছেন। প্রসঙ্গত, বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশ দলের অধিনায়ক হিসেবে রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স চোখে পড়ার মতন। ছয় ম্যাচে ৩৭১ রান বানিয়েছেন তিনি, পাশাপাশি তাঁর ব্যাটিংয়ে রয়েছে পরিণত চিন্তাভাবনাও। তাঁর ব্যাট থেকে তিনটি হাফ-সেঞ্চুরি ও একটি শত রান এসেছে। তাছাড়া, তাঁর গড় ও স্ট্রাইক রেট দুটোই প্রমাণ করে যে তিনি পরিস্থিতি বুঝে খেলতে জানেন। তাছাড়া, টি-টোয়েন্টির মতো দ্রুত ফরম্যাটে রিঙ্কুর পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ম থাকার কথা নয়। ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও বেশ ভালো প্রদর্শন দেখিয়েছেন রিঙ্কু।

Read More: “২০ কোটি দিলেও..”, IPL থেকে বাদ পড়ার পর মুস্তাফিজুর রহমানের বিস্ফোরক মন্তব্য চর্চায় !!

KKR’এর অধিনায়ক হিসেবে রিঙ্কু সিংয়ের এন্ট্রি

Ipl 2025, kkr , rinku singh
Rinku Singh | Image: Getty Images

রিঙ্কু সিংয়ের নেতৃত্বে ইউপি দল একের পর এক শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়েছে। এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, রিঙ্কু মাঠে শান্ত মাথায় সিদ্ধান্ত নিতে পারেন। নাইট রাইডার্সের সঙ্গে রিঙ্কুর সম্পর্ক বহুদিনের। দলের হয়ে একাধিক ঐতিহাসিক ইনিংস খেলে তিনি সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে ২০২২ সালে কেকেআর বনাম গুজরাত টাইটান্স ম্যাচে শেষ ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে রিঙ্কু যেভাবে ম্যাচ জিটিয়েছিলেন তা ভক্তদের মনিকঠোরে রয়েছে। অন্যদিকে, কেকেআরের নেতৃত্ব নিয়ে এখনও সরকারি ঘোষণা আসেনি, তবে কেকেআর সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

Read Also: নাবালিকার সঙ্গে হোটেলে লজ্জাজনক আচরণ, ভারতীয় কোচের বিরুদ্ধে গুরুতর অভিযোগ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *