বাদ অভিষেক শর্মা, পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল দলে এন্ট্রি নিচ্ছেন রিঙ্কু সিং !! 1

রবিবার দুবাইয়ের মাটিতে ক্রিকেটের অন্যতম মহারণে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan Match)। ইতিমধ্যেই চলতি এশিয়া কাপে (Asia Cup 2025) দু’বার পাক বাহিনীদের পরাজিত করেছে সূর্য কুমার যাদবের দল। কিন্তু ফাইনালের সমীকরণ যেকোনো দিকেই ঘুরে যেতে পারে।‌ তাই ব্লু ব্রিগেডদের নিয়ে অনেকটাই সাবধানী প্রদান কোচ গৌতম গম্ভীর। এর মধ্যেই ভারতীয় দলের জোট সমস্যা মাথা ব্যাথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে ফাইনালে একাদশে ঘটতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। জায়গা পাচ্ছেন রিঙ্কু সিং।

Read More: TOP 3: রবিবারের লড়াইতে এগিয়ে পাকিস্তান, এই তিন কারণে বাজিমাত করতে পারেন শাহীন-হারিস’রা !!

চোটের কবলে অভিষেক শর্মা-

Asia cup 2025
Abhishek Sharma | Image: Getty Images

ভারতের তারকা ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) আইসিসি (ICC) টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছেন। তিনি এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) প্রথম থেকেই ভারতীয় দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে চলেছেন। তার ব্যাটিংয়ের হাত ধরেই ভারতীয় দল পেয়েছে একের পর এক সাফল্য। যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) এই ছাত্র পাকিস্তানের (IND vs PAK) বিপক্ষে সুপার ৪’এ ৩৯ বলে ৭৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। তার ব্যাট থেকে এসেছিল ৬ টি চার এবং ৫ টি ছয়। এরপর বাংলাদেশের বিপক্ষেও ৩৭ বলে ৭৫ রান সংগ্রহ করে দলকে ফাইনালে পৌঁছে দেন অভিষেক।

শুক্রবার শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিপক্ষেও ৩১ বলে ৬১ রান সংগ্রহ করে নিজের জাত চিনিয়েছেন তিনি। কিন্তু এই গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন পেশিতে টান‌ ধরে এই ক্রিকেটারের। যার কারণে ম্যাচে দীর্ঘ সময় তিনি মাঠে অনুপস্থিত ছিলেন। পুরো সময় ফিল্ডিং পর্যন্ত করেননি। ম্যাচ শেষে এই বিষয়ে বোলিং কোচ মর্নে মর্কেল (Morne Morkel) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “অভিষেক শর্মা (Abhishek Sharma) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ক্র্যাম্পের সমস্যায় ভুগছেন। আগামীকাল সকালে শারীরিক পরীক্ষা হবে এবং তারপরেই দল সিদ্ধান্ত নেবে।”

এন্ট্রি নিচ্ছেন রিঙ্কু সিং-

Rinku Singh
Rinku Singh | Image: Getty Images

সূত্র অনুযায়ী চোটের কারণে অভিষেক শর্মা (Abhishek Sharma) দুরন্ত ফর্মে থাকলেও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না। এই কারণে রিঙ্কু সিং (Rinku Singh) একাদশে সুযোগ পাবেন বলে জানা যাচ্ছে। তিনি চলতি টুর্নামেন্টে একটিও ম্যাচেও একাদশে সুযোগ পাননি। তবে গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে পরিবর্ত ক্রিকেটার হিসাবে মাঠে নেমে গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়ে দলকে জয় ছিনিয়ে এনে দিয়েছিলেন। তিনি একাদশে সুযোগ পেলে ফিনিশার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এছাড়াও রিঙ্কু স্পিনার হিসেবে বোলিং করে দলকে সাহায্য করতে পারেন। এখনও পর্যন্ত এই তারকা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৩ ম্যাচে ৫৪৬ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ২ টি উইকেট সংগ্রহ করেছেন। অন্যদিকে অভিষেক শর্মা‌ একাদশের বাইরে চলে গেলে সম্ভবত ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ওপেনার হিসেবে দায়িত্ব পালন করবেন শুভমান গিল (Shubman Gill) ও সঞ্জু স্যামসন (Sanju Samson)।

ভারতের সম্ভাব্য একাদশ-

শুভমান গিল, সঞ্জু স্যামসন‌ (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী

Read Also: “মুখ লুকানোর জায়গা থাকতো না…” সুপার ওভারে শ্রীলঙ্কাকে পরাস্ত করলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *