প্রতি বছর আইপিএলে (IPL 2026) কলকাতা নাইট রাইডার্সকে (Kolkata Knight Riders) নিয়ে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায়। গত বছর তারা চ্যাম্পিয়ন হলেও এই বছর তাদের প্লে অফ থেকেই বিদায় নিতে হয়েছিল। অধিনায়ক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হন আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। অন্যদিকে আগামী মরসুমের আগেই দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছেন নাইট কর্মকর্তারা। গতকাল মিনি নিলামে রীতিমতো চমক দিয়েছেন তারা। একাধিক তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার পর এবার নতুন অধিনায়ককে বাছাই করার জন্য আলোচনা শুরু করল কেকেআর।
Read More: পরিশ্রমের ফল পেলেন সরফরাজ খান, শেষ বেলায় দলে নিয়ে মাস্টারস্ট্রোক দিল CSK !!
মিনি নিলামে চমক-

আগামী মরসুমের আগে কলকাতা নাইট রাইডার্স (KKR) আন্দ্রে রাসেল (Andre Russell), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), এনরিখ নোকিয়ার (Anrich Nortje) মতো তারকাদের ছেড়ে দিয়েছে। ফলে তারা মিনি নিলামে একাধিক পরিকল্পনা নিয়ে মাঠে নামে। প্রথম লক্ষ্য ছিল রাসেলের মতো একজন বিদেশি অলরাউন্ডারকে বাছাই করা। ক্যামেরন গ্রিনকে (Cameron Green) কর্মকর্তারা টার্গেট করবেন বলেই আগে থেকে জল্পনা তৈরি হয়। ২৫.২ কোটি টাকার বিনিময়ে এই অস্ট্রেলিয়ান তারকাকে তুলে নিয়ে চমক দিয়েছে দল।
বর্তমানে বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন গ্ৰিন। এছাড়াও মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) মতো তরুণ পেসারকে ১৮ কোটি টাকায় দলে নিয়ে চমক দেয় কেকেআর। বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) তুলে নিয়েছে ৯ কোটি ২০ লক্ষ টাকায়। এছাড়াও ফিন অ্যালেন (Finn Allen), টিম সেইফার্ট (Tim Seifert), রাচিন রবীন্দ্রের (Rachin Ravindra) মতো বিদেশি তারকাকে দলে নিয়ে পরিকল্পনা সাজিয়েছে নাইট বাহিনী। রাহুল ত্রিপাঠীর (Rahul Tripathi) মতো ব্যাটসম্যানকে ৭৫ লক্ষ টাকার বিনিময়ে দলে জায়গা দেওয়া হয়েছে।
নতুন অধিনায়ক কেকেআরের-

এই বছর আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স (KKR) আইপিএলে মাঠে নেমেছিল। কিন্তু লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে ছিটকে যায় গতবারের চ্যাম্পিয়নরা। এর ফলে আগামী মরসুমের আগে একজন নতুন অধিনায়ক বাছাই করার জন্য চিন্তাভাবনা শুরু করেছেন কর্মকর্তারা। সূত্র অনুযায়ী রিঙ্কু সিং (Rinku Singh)’কে এই গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসার কথা ভাবছেন কর্মকর্তারা। উল্লেখ্য গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং শাহরুখ খানের (Sharukh Khan) প্রিয় পাত্র এই ব্যাটসম্যান।
এই দলের হয়েই ২০২৩ মরসুমে যশ দয়ালের (Yash Dayal) ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে আলোচনায় উঠে এসেছিলেন রিঙ্কু। তারপর আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম্যান্স করে জাতীয় দলে জায়গা করে নেন। সম্প্রতি তাকে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগে (UP T20 League) মিরাট মাভেরিক্সের হয়ে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা গেছে। এই বছর এই দলের ফাইনালে প্রবেশ করার পিছনে এই বিস্ফোরক ব্যাটসমানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ফলে তিনি কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্বের দায়িত্ব এলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।