এই বছর আইপিএলেও (IPL 2025) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দিকে ক্রিকেট ভক্তদের বিশেষ নজর ছিল। কিন্তু একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে লিগ পর্ব থেকে বিদায় নেয় গতবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এরপরই ২০২৬ সালে পরবর্তী মরসুমের আগে নতুন করে দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছেন নাইট কর্মকর্তারা। একাধিক তারকাকে দলে আনার জন্য ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন তারা। তবে এর মধ্যে পরবর্তী মরসুমে অধিনায়ক হিসেবে কাকে দেখতে পাওয়া যাবে সেই বিষয়টি সবচেয়ে বেশি চর্চা চলছে। এই বিষয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য সামনে উঠে এল।
Read More: “গম্ভীর চায় না আমি থাকি..”, অস্ট্রেলিয়া সফরে জায়গা না পেয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ শামির !!
অধিনায়ক হিসেবে আসছেন রিঙ্কু-

আইপিএলে (IPL 2025) কলকাতা (KKR) এমন একটি দল যেখান থেকে একাধিক তরুন ক্রিকেটার টুর্নামেন্টের নিজেদের পরিচয় তৈরি করেছেন। তারপর জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন তাদের অনেকেই। রিঙ্কু সিং (Rinku Singh) কলকাতা দল থেকেই উঠে এসে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটেও দাপটের সঙ্গে পারফর্মেন্স করছেন। এই বছর আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিচের দিকে ব্যাটিং করতে নেমে ফিনিশার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এখনও পর্যন্ত এই দলের হয়ে ৫৯ টি আইপিএল ম্যাচে এই তারকা সংগ্রহ করেছেন ১০৯৯ রান। অন্যদিকে উত্তরপ্রদেশ টি টোয়েন্টি লিগে (UP T20 League 2025) মিরাট ম্যাভেরিক্সের (Meerut Mavericks) হয়ে সফলভাবে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা গেছে রিঙ্কুকে। তার তত্ত্বাবধানেই দলটি ফাইনালে প্রবেশ করেছিল। টুর্নামেন্টে ১১ ম্যাচে ৩৭২ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন এই তারকা ব্যাটসম্যান। এই কারণে সূত্র অনুযায়ী রিঙ্কু সিংকে আগামী বছর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে। এই তরুণ ব্যাটসম্যানের ওপরেই এবার দলের দায়িত্ব তুলে দিতে চাইছেন কর্মকর্তারা।
নাইটদের নতুন পরিকল্পনা-

গত বছর আইপিএলে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে এই বছর টুর্নামেন্টে মেগা নিলামের ফলে একাধিক নাটকীয় পরিবর্তন ঘটে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে শ্রেয়সকে ছেড়ে দেন নাইট কর্মকর্তারা। আজিঙ্কা রাহানের কাঁধে কলকাতার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। ব্যাট হাতে এই অভিজ্ঞ তারকা লড়াই চালালেও অধিনায়ক হিসাবে নজর কাড়তে পারেননি।
কলকাতা লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়ে শেষ চারে পৌঁছাতে ব্যার্থ হয়। এই কারণে সূত্র অনুযায়ী রাহানেকে (Ajinkya Rahane) আগামী মরসুমের আগে ছেড়ে দিতে চাইছে দল। সঞ্জু স্যামসন (Sanju Samson) বা কেএল রাহুলের (KL Rahul) মতো তারকাকে দলে আনার জন্য মরিয়া কর্মকর্তারা। অন্যদিকে ইতিমধ্যেই প্রধান কোচ হিসেবে চন্দ্রকান্ত পন্ডিত (Chandrakant Pandit) তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এই পদের জন্য এবার নতুন মুখ দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যেই এই পদের জন্য একাধিক প্রাক্তন নাইট তারকার নাম সামনে উঠে এসেছে।