বাদ সুহানা, এই আফগান সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন রিংকু সিং !! 1

বিশ্ব ক্রিকেটে নতুন ত্রাস হয়ে উঠেছেন রিঙ্কু সিং (Rinku Singh)। সমাজ মাধ্যমে রিঙ্কুকে নিয়ে বেশ চর্চা চলতেই থাকে, চলতি সময়ে উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে অধিনায়ক হিসেবে রিঙ্কু অসাধারণ প্রদর্শন দেখাচ্ছেন। ব্যাট ও বল হাতে রিঙ্কু দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আপাতত এই টুর্নামেন্টে রিঙ্কু ছয়টি ম্যাচে ৫৪.৩৩ গড়ে এবং ১৭৭.১৭ স্ট্রাইক রেটে ১৬৩ রান বানিয়েছেন। অন্যদিকে তার নেতৃত্বাধীন মিরাট ম্যাভেরিক্স দল ছয়টি ম্যাচ খেলে পাঁচটি ম্যাচে জয় সুনিশ্চিত করে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে।

খবরের শিরোনামে উঠে আসলেন রিঙ্কু

Rinku Singh
Rinku Singh | Image: Twitter

রিঙ্কু খবরের শিরোনামে উঠে আসতেই তাকে নিয়ে সমাজ মাধ্যমে তৈরি হয়েছে জল্পনা। সূত্রের খবর অনুযায়ী, আফগান সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন সকলের প্রিয় রিঙ্কু (Rinku Singh)। গত দুই বছরে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মন জিতেছে রিঙ্কু। ব্যাট হাতে তিনি অসাধ্য সাধন করেছেন, পাশাপাশি বল হাতেও তাকে ভেলকি দেখাতে দেখা যাচ্ছে।

Read More: নিলামের আগে চমকে দিলেন শাহরুখ খান, KKR দল থেকে আউট করছেন আইয়ার’কে !!

কিছুদিন আগেই শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্ট সিরিজে তিনি ডেথ ওভারে বোলিং করতে এসে দুটি উইকেটও তুলে নিয়েছিলেন। ভারতীয় দলের প্রতিভাবান এই খেলোয়াড় কলকাতা নাইট রাইডার্স এর হয়ে একটি অবিশ্বাস্য ইনিংস খেলার পরেই ক্রিকেট ভক্তদের নয়নের মনি হয়ে উঠেছিলেন। এমনকি সাদা বলের ফরম্যাটে তিনি ভারতীয় দলের হয়ে অভিষেক করে ফেলেছেন।

রিঙ্কুর প্রেমে পড়লেন আফগান মডেল

Rinku singh with Wazhma Ayoubi
Rinku singh with Wazhma Ayoubi | Image: Twitter

রিঙ্কুর সঙ্গে আফগান সুন্দরীর প্রেমের গল্প সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ২০২১ সালের এশিয়া কাপের মঞ্চ থেকেই আলোচনায় উঠে আসে এই আফগান সুন্দরী। ক্রিকেটের অন্ধ ভক্ত হলেন তিনি। আফগান দলের প্রতি খেলায় দলকে সমর্থন করেন তিনি। এই আফগান সুন্দরীর নাম ওয়াজমা আয়োবি। তিনি পেশায় একজন সমাজ সেবিকা। ওয়াজমার বয়স ২৮ বছর। তিনি আফগানিস্তানের মেয়ে হলেও কর্মসৃত্রে থাকেন দুবাইয়ে।

আফগান দলের পাশাপশি তিনি ভারতীয় দলকে সমর্থন করে থাকেন। তাকে অনেক সময় ভারতের জার্সিতে গ্যালারিতে দেখা গিয়েছে। শুধু তাই-ই নয়, আইপিএলে ওয়াজমার পছন্দের দল হলো কলকাতা নাইট রাইডার্স। আর কলকাতা দলকে সমর্থন করার পিছনে রয়েছেন রিঙ্কু সিং, তিনি রিঙ্কুর জন্যই সুদূর কাবুল থেকে কলকাতায় ছুটে আসেন।

Read Also: Rinku Singh: ৬, ৬, ৬, ৪, ৬…বিস্ফোরক রিঙ্কু সিং, ৩২৫ স্ট্রাইক রেটে খেললেন ধুন্ধুমার ইনিংস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *