"ওর জন্য স্টুল লাগাও", লাইভ ম্যাচে রিংকু সিংকে ‘বডি শেমিং’ করলেন আকাশ চোপড়া, ভাইরাল ভিডিও !! 1

IPL 2025: আজ আইপিএলের ১৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ (KKR vs SRH)। দুই দল এবার আইপিএলের মঞ্চে রীতিমতন ব্যাকফুটে রয়েছে। যদিও আজ হায়দ্রাবাদের বিপক্ষে জয়ের পথে অগ্রসর হতে দেখা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। আর আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলের তারকা ব্যাটসম্যান রিংকু সিংকে বডি শেমিং-এর শিকার হতে হয়েছে। আজ ধারাভাষ্যকার আকাশ চোপড়া রিংকুকে নিয়ে লাইভ ম্যাচে যে বয়ান দিয়েছেন তা একেবারেই গ্রহণ যোগ্য নয়।

রিংকুর মজা ওড়ালেন আকাশ চোপড়া

Ipl 2025
Rinku Singh and Aakash Chopra | Image: Twitter

আজ বিখ্যাত ইডেন গার্ডেন্সে মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছে নাইট রাইডার্স। ঘটনাটা ঘটেছিল কলকাতার ব্যাটিং ইনিংসের ২০তম ওভারে। সানরাইজার্সের হয়ে শেষ ওভারে বোলিং করতে এসেছিলেন হার্সাল প্যাটেল (Harshal Patel)। রিংকু সিংয়ের মাথার উপর দিয়ে একটি বল চলে যায় এবং সেই বলটি আম্পায়ার ওয়াইডের ঘোষণা দেন। কিন্তু এর পরে, ধারাভাষ্যে, আকাশ চোপড়া রিংকুকে নিয়ে মজা করে বলেন যে, “আমি ভেবেছিলাম তাকে এই শটটি স্টুলে উঠে খেলতে হবে।” আসলে, রিংকু সিংয়ের উচ্চতা কম, তাই তাকে এই মন্তব্যের শিকার হতে হয়েছে।

Read More: IPL 2025: ‘বুড়ো ঘোড়ার তেজ নেই…” ফের ব্যর্থ নারাইন, ক্ষোভের বিস্ফোরণ সোশ্যাল মিডিয়ায় !!

ফর্মে ফিরলেন রিংকু

Kkr ipl 2025
Rinku Singh and Venkatesh Iyer | Image: Getty Images

আজকে ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। প্রথমে বোলিং করতে এসে হায়দ্রাবাদ দল জলদি কলকাতার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন। দলের হয়ে দুরন্ত ফাইটব্যাক করেন ক্যাপ্টেন রাহানে এবং রঘুবংশী। দুজনের মধ্যে ৮১ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল। ব্যাট হাতে ক্যাপ্টেন রাহানে ৩৮ রানের একটি ইনিংস খেলেন এবং ৩২ বলে ৫০ রানের লড়াকু ইনিংস দেখা গিয়েছিল রঘুবংশীর ব্যাট থেকে। শেষের দিকে দুরন্ত ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন ২৩.৭৫ কোটির ভেঙ্কটেশ আইয়ার। মাত্র ২৯ বলে ৬০ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছেন তিনি। পাশাপাশি রিংকুর ব্যাট থেকে এসেছিল ১৭ বলে ৩২ রান। সানরাইজার্সের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০০ রান বানিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

Read Also: IPL 2025: ৪, ৬, ৪, ৪, ২…ভেঙ্কটেশের তোপের মুখে খড়কুটো কামিন্স, অর্ধশতক ২৩.৭৫ কোটির তারকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *