সুহানা খানের হৃদয় ভাঙলেন রিঙ্কু সিং, এই সুন্দরী পরীর সঙ্গে ঘুরছে সাতপাক !! 1

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান রিংকু সিং (Rinku Singh) এবার খবরের শিরোনামে উঠে এসেছেন। তারকা ক্রিকেটার খুব শীঘ্রই সাত পাকে ঘুরতে চলেছেন। গত বছর শেষের দিকে রিঙ্কুর বিবাহ নিয়ে সমাজ মাধ্যমে বেশ জল্পনা তৈরি হয়েছিল। তবে, সেই জল্পনার অবসান ঘটিয়ে রিঙ্কু সিং এবার সত্যি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের সাংসদ প্রিয়া সরোজের সাথে বাগদান করেছেন রিঙ্কু। প্রিয়া সরোজ হলেন সমাজবাদী পার্টির একজন সাংসদ। খুব শীঘ্রই সাতপাক ঘুরবেন দুজন।

সুহানার মন ভাঙলেন রিঙ্কু

Rinku singh and suhana
Suhana Khan and Rinku Singh | Image: Twitter

এর আগে সমাজ মাধ্যমে শাহরুখ খানের কন্যা সুহানা খানের (Suhana Khan) সঙ্গে রিঙ্কু সিংয়ের (Rinku Singh) সম্পর্কের গুঞ্জন শোনা যেত তবে সবকিছু উপেক্ষা করে নতুন পাত্রীর সন্ধান পাওয়া গেল। রিঙ্কু সিংহের কথা বলতে গেলে, ভারতীয় দলের তারকা ক্রিকেটার গত দুই বছর ধরে ভারতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন। দুই বছরে ভারতের টি-টোয়েন্টি ফরম্যাটের জায়গা প্রায় পাকা করে ফেলেছেন তিনি। অন্যদিকে রিঙ্কুর হবু স্ত্রীর কথা বলতে গেলে, প্রিয়া সরোজ মাত্র ২৫ বছর বয়সে মেম্বার অফ পার্লামেন্ট (MP) হয়েছেন।

Read More: বুমরাহ-জাদেজা বাদ, মুকেশ কুমারের এন্ট্রি, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত হলো ১৫ জনের স্কোয়াড !!

বিয়ের পিঁড়িতে বলছেন রিঙ্কু

ipl-2025-kkr-dilemma-over-rinku-singh
Rinku Singh | Image: Getty Images

তিনি মাচলি শহর থেকে লোকসভা নির্বাচনে জয়ী হন। এমনকি, প্রিয়া সরোজ সুপ্রিম কোর্টে আইনজীবী হয়েছেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। প্রিয়া সরোজ প্রবীণ বিজেপি নেতা বিপি সরোজকে হারিয়ে লোকসভায় প্রবেশ করেছিলেন। প্রিয়া সরোজের বাবা তুফানি সরোজও মাছলিশাহর লোকসভা আসন থেকে তিনবার সাংসদ হয়েছিলেন। ১৯৯৯ সালে প্রথম বার লোকসভা নির্বাচনে জেতেন তিনি, তারপর ২০০৪ ও ২০০৯ সালে লোকসভা নির্বাচনে জয়ী হন। রিঙ্কুর হবু স্ত্রী প্রিয়া দেশের দ্বিতীয় কনিষ্ঠতম সংসদ সদস্য।

অন্যদিকে, রিংকু সিং পরিচয়ের কোনো প্রয়োজন নেই। বাঁহাতি ব্যাটসম্যান ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ফরম্যাটে তার পারফরম্যান্স অসাধারণ। ভারতীয় দলের হয়ে ৩০টি T20 ম্যাচ খেলেছেন রিঙ্কু। ১৬৫.১৫ এর স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন, দলের হয়ে ৫০৭ রান বানিয়েছেন তিনি। তাছাড়া, ২টি ওডিআই ম্যাচে তিনি ২৭.৫ গড়ে ও ১৩৪.১৫ স্ট্রাইক রেটে ৫৫ রান বানিয়েছেন। রিঙ্কু আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে এবারের আইপিএলে ১৩ কোটিতে রিটেন হয়েছিলেন। সূত্রের খবর, রিঙ্কু আগামী মৌসুমের জন্য কলকাতা দলের ক্যাপ্টেন হতে পারেন।

Read Also: Rinku Singh: ৬,৬,৬,৬,৬,৬…. সৈয়দ মুশতাক আলী ট্রফিতে গর্জে উঠলো রিঙ্কু সিংয়ের ব্যাট, ২৪টি চার ও ১৪টি ছক্কায় হাঁকালেন ২৭৭ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *