ভারতীয় ক্রিকেটে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় নিঃসন্দেহে এশিয়া কাপ ফাইনাল (Asia Cup 2025)। এবার গত ৪১ বছরে ভারত ও পাকিস্তানের মধ্যে এই প্রথম বারের জন্য এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। এই মহারণ ঘিরে যেমন উত্তেজনা তুঙ্গে, তেমনি বিতর্কও পিছিয়ে নেই। তবে ফাইনালের আগে হঠাৎ করে সামনে চলে এসেছে নতুন এক নাটকীয় বিষয়। ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং রিংকু সিংয়ের (Rinku Singh) সম্পর্ক সামনে উঠে এসেছে। ব্যাক্তিগত কারণের জন্যই রিংকুকে বারবার সাইডলাইন করছেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে সমাজ মাধ্যম জুড়ে।
রিংকুর সাথে ব্যাক্তিগত বদলা নিচ্ছেন গম্ভীর

রিঙ্কু সিং যখন তাঁর সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন নাইট রাইডার্স দলের মেন্টর হয়েছিলেন গৌতম গম্ভীর। ভক্তদের দাবি সেই সময় থেকেই রিংকুর সাথে ব্যাক্তিগত সম্পর্ক খারাপ করছেন গম্ভীর। নাইট রাইডার্স দলের মেন্টর থাকাকালীন গম্ভীর রিংকুর ব্যাটিং অর্ডার পরিবর্তন করতেন ম্যাচ পিছু। কখনও তিনি মিডিল অর্ডারে তো কখনও তিনি স্লগার হিসাবে ব্যাটিং পেয়েছেন। এমনকি, ভারতীয় দলেও একাদশে সরাসরি জায়গা হয়নি তাঁর। পাকিস্তানের বিরুদ্ধে মেগা ফাইনালের আগে যে রকম গুঞ্জন ছড়িয়েছে, তা হলো – গৌতম গম্ভীর নাকি ইচ্ছাকৃতভাবে দলে জায়গা দিতে চাইছেন না রিংকুকে। টিম ম্যানেজমেন্ট গম্ভীরের কথায় দ্বিমত পোষণ করলেও গম্ভীর তাঁর সিদ্ধান্তে রয়ে গিয়েছে অনড় – এমনটাই দাবি জানাচ্ছে সূত্র।
ছন্দে থেকেও বারবার বাদ পড়ছেন রিঙ্কু

সূত্রের দাবি, এবারের এশিয়া কাপে রিংকু সিংয়ের বদলে পাঞ্জাবের শশাঙ্ক সিংকে চেয়েছিলেন গম্ভীর। তবে, মুখ্য নির্বাচক অজিত আগারকার এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব রিংকুকে নিয়েই এগোতে চেয়েছিলেন। স্কোয়াডে রিংকু জায়গা পেলেও একাদশে হলো না তাঁর জায়গা। এবারের এশিয়া কাপে একটি ম্যাচেও সুযোগ পেলেন না এই তারকা খেলোয়াড়। যে কারণে ক্রিকেটপ্রেমীরা প্রশ্ন তুলছেন – কেন গম্ভীর খেলার মাঠে রাজনীতি করতে শুরু করেছেন। শেষ কয়েক বছরে রিংকু সিং ভারতীয় টি-২০ দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠে ছিলেন। যদিও, বারবার তাকে মেগা ইভেন্টে বাইরেই বসতে হয়েছে। এর আগে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা হয়নি তাঁর। এবার এশিয়া কাপে স্কোয়াডে নাম থাকলেও একাদশে সুযোগ পাচ্ছেন না তিনি। রিংকুর ম্যাচ ফিনিশিং ক্ষমতা নিয়ে কোনো দ্বিমত নেই। আইপিএলে এবং জাতীয় পর্যায়ে তিনি তাঁর জাত চিনিয়েছেন বারবার। বিতর্ক বাড়লেও গৌতম গম্ভীর বা রিংকু সিং এ নিয়ে কোনো মন্তব্য করেননি।