গম্ভীরের পছন্দে হার্ষিত রানা বলি হচ্ছেন রিংকু সিং — ভারতীয় দলে অনিশ্চিত ভবিষ্যৎ ফিনিশারের !! 1

শুরু হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মেনুকা ওভালে দুই দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া দল টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ওডিআই সিরিজে ব্যার্থতার পর ভারতীয় দলের মূল লক্ষ হতে চলেছে অস্ট্রেলিয়া থেকে অন্তত টি-টোয়েন্টি সিরিজ জিতে ফেরার। ভারতীয় দল সদ্য আরব আমিরশাহীতে এশিয়া কাপ জয়লাভ করেছে। ভারতীয় দলের কথা বলতে গেলে, অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজে ২-১ ব্যাবধানে সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। সিরিজের শেষ ম্যাচে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট থেকে রান এসেছে। ভারতীয় দলের এই কিংবদন্তি খেলোয়াড়দের আর অস্ট্রেলিয়ার মাটিতে দেখতে পাওয়া যাবে।

প্রথম ম্যাচে জায়গা হলো না রিংকু সিংয়ের

Rinku Singh রিংকু সিং
Rinku Singh | Image: Getty Images

তবে, ভারতীয় ক্রিকেট এখন লক্ষ টি-টোয়েন্টি ফরম্যাটের দিকে। ২০২৬ সালে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে, টিম ইন্ডিয়াকে এই সিরিজ থেকেই জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত থাকতে হবে সঠিক দল নির্বাচনের জন্য। তবে বিশ্বকাপের আগেই দলের ফিনিশার রিংকু সিংয়ের (Rinku Singh) ক্যারিয়ারের উপর বেশ প্রভাব পড়েছে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর থেকে সেভাবে আর টি-টোয়েন্টি দলে সুযোগ পাচ্ছেন না রিংকু। এশিয়া কাপের মঞ্চে কেবলমাত্র ফাইনাল ম্যাচেই খেলার সুযোগ পেয়েছিলেন রিংকু। হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চোট পাওয়ার কারণেই একাদশে জায়গা হয়েছিল তাঁর। এবারেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে জায়গা হয়নি রিংকুর।

Read More: রোহিত-বিরাটই নন একসময় MS ধোনির সাথে শত্রুতা করেছেন অজিত আগারকার, দল থেকে দিয়েছিলেন বাদ !!

হার্ষিত রানাকে আগলে রেখেছেন গম্ভীর

গম্ভীরের পছন্দে হার্ষিত রানা বলি হচ্ছেন রিংকু সিং — ভারতীয় দলে অনিশ্চিত ভবিষ্যৎ ফিনিশারের !! 2
Harshit Rana | Image: Getty Images

হার্ষিত রানাকে অল রাউন্ডার বানানোর তাগিদে নষ্ট হচ্ছে রিংকু সিংয়ের ক্যারিয়ার। হার্ষিত রানা গৌতম গম্ভীরের (Gautam Gambhir) পছন্দের একজন খেলোয়াড়। রিঙ্কু সিং-এর ভবিষ্যৎ নিয়ে এখন জোর জল্পনা চলছে। কেকেআরের কোচ গৌতম গম্ভীরের “বিশেষ পছন্দ” হিসেবে উঠে এসেছেন তরুণ পেসার হার্ষিত রানার নাম বারবার উঠে এসেছে। যে কারণেই, রিংকু সিংয়ের জায়গা ক্রমশ সঙ্কুচিত হচ্ছে। গম্ভীর কেকেআরের মেন্টর হিসেবে যোগ দেওয়ার পর থেকেই হার্ষিত রানাকে নিয়ে বিশেষ পরিকল্পনা শুরু করেন। ভারতের প্রধান কোচ হওয়ার পর থেকেই রানাকে একাধিক সুযোগও দিয়েছেন তিনি। জাতীয় দলে জায়গা পাওয়ার পরও ধারাবাহিকভাবে ম্যাচ খেলার সুযোগ পাননি রিংকু। যদিও, অস্ট্রেলিয়ার মাটিতে ওডিআই ফরম্যাটে সিরিজের সবথেকে সফল বোলার হয়েছেন হার্ষিত। তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট পেয়েছেন তিনি। আজকের ম্যাচে রিংকুর আগে রানার নির্বাচন সমাজ মাধ্যমেও বেশ চর্চার বিষয় তৈরি করেছে।

Read Also: শুধু ভেঙ্কটেশ আইয়ার নয়, আন্দ্রে রাসেলকেও দল ছাড়া করছে KKR, নিলামের আগেই নিল চরম সিদ্ধান্ত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *