rinku-singh-brilliant-knock-in-up-t20

ব্যাট হাতে ‘অসম্ভব’কে ‘সম্ভব’ করে তোলাই যেন রিঙ্কু সিং-এর (Rinku Singh) কাছে বাঁ হাতের খেল। আইপিএলে (IPL) কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন তিনি। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আহমেদাবাদের মাঠে নাইটদের শেষ ওভারে প্রয়োজন ছিলো ২৯। অতি বড় কলকাতা সমর্থক’ও সেইদিন হয়ত পছন্দের দলের জয়ের আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু অন্য ভাবনা ছিলো রিঙ্কু’র (Rinku Singh) মনে। যশ দয়াল’কে পাঁচটি পরপর ছক্কা হাঁকিয়ে এক অভাবনীয় জয় কলকাতাকে উপহার দিয়েছিলেন সেদিন। তারপর থেকে বদলে গিয়েছে তাঁর কেরিয়ারের গ্রাফটাই। ডাক পেয়েছেন জাতীয় দলে। নীল জার্সিতেও ঝড় তুলেছেন ইতিমধ্যে। রিঙ্কু মানে ধুন্ধুমার ইনিংস, বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছে ক্রিকেটজনতার। এখনি যে থামছেন না তিনি, তা তরুণ তুর্কি বুঝিয়ে দিলেন ইউ পি টি-২০ লীগেও।

Read More: IPL 2025: জাতীয় দলের ডাক পেতেই ভাগ্য খুলছে রিয়ান পরাগের, আইপিএলে পাচ্ছেন এই গুরুদায়িত্ব !!

‘ক্যাপ্টেন’ রিঙ্কুর সৌজন্যে জিতলো মীরাট-

Rinku Singh in UP T20 | Image: Twitter
Rinku Singh in UP T20 | Image: Twitter

গত ২৭ তারিখ লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে ইউ পি টি-২০’র UUP T20) আসরে মুখোমুখি হয়েছিলো মীরাট ম্যাভেরিকস (MM) ও কানপুর সুপারস্টারস (KS)। মীরাটের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রিঙ্কু সিং। টসে জিতে প্রথমে বোলিং বেছে নেন তিনি। বড় রান করেন কানপুরের ওপেনার আদর্শ সিদ্দিকি। ৪৮ বলে তাঁর সংগ্রহ ৭৩। মারেন ৭টি চার ও ৩টি ছক্কা। বাকিরা বিশেষ রান পান নি। হতাশ করেছেন কানপুরের অধিনায়ক সমীর রিজভি (Sameer Rizvi)। আউট হন ১২ বলে ১৬ করেই। মীরাটের (MM) হয়ে বল হাতে ঝড় তোলেন জিশান আনসারি। ২৬ রান খরচ করে তুলে নেন ৫ উইকেট। বিশাল চৌধুরী, বিজয় কুমার ও বাসু ভাট পান ১টি করে উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫২ রানে থামে কানপুর। লক্ষ্ণৌর মন্থর উইকেটে সহজ ছিলো না এই রান তাড়া করা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জোর ধাক্কা খেয়েছিলো মীরাট ম্যাভেরিকস (MM)। শূন্য রানের মাথায় ওপেনার অক্ষয় দুবে’কে খোয়ায় তারা। স্বস্তিক চিকারা ও মানব কৌশিক যথাক্রমে ২৩ ও ২৫ রান করে ফেরেন সাজঘরে। ঋতুরাজ শর্মা আউট হন ১ রান করে। ৫৪ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে বসেছিলো মীরাট। ম্যাচের রাশ হাতে তুলে নিয়েছিলো কানপুর। এরপরেই উইকেটরক্ষক উবেইশ আহমেদের (Uvaish Ahmed) সাথে জুটি গড়ে মীরাটকে লড়াইতে ফেরান অধিনায়ক রিঙ্কু (Rinku Singh)। উইকেটের চরিত্র বুঝে হাত খোলেন তাঁরা। শত প্রচেষ্টাতেও রিঙ্কু-উবেইশ জুটিকে টলাতে পারে নি কানপুর। শেষমেশ ৩৫ বলে অপরাজিত ৪৮ রান করে জয় সুনিশ্চিত করেন রিঙ্কু। মারেন ৪টি চার ও ১টি ছক্কা। সমসংখ্যক রান উবেইশের’ও। ১৭.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মীরাট। লীগ তালিকায় আপাতত ১ নম্বরে তারা।

দেখে নিন রিঙ্কুর ইনিংসের কিছু মুহূর্ত-

অলরাউন্ডার রিঙ্কু’কে দেখবে টিম ইন্ডিয়া-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

ব্যাট হাতে তিনি যে কার্যকরী ভূমিকা নিতে পারে তা ইতিমধ্যেই চাক্ষুস করে ফেলেছেন ভারতীয় সমর্থকেরা। আন্তর্জাতিক টি-২০তে এখনও অবধি ২৩ ম্যাচে ৫৯.৭১ গড়ে তাঁর সংগ্রহ ৪১৮ রান। স্ট্রাইক রেট ১৭৫-এর আশেপাশে। এবার বল হাতে রিঙ্কু সিং-এর (Rinku Singh) জাদু’ও দেখতে চলেছেন অনুরাগীরা? গৌতম গম্ভীর (Gautam Gambhir) কোচ হওয়ার পর এমনই গুঞ্জন ক্রিকেটমহলে। দলে অলরাউন্ডারের সংখ্যা বাড়াতে ইতিমধ্যেই ব্যাটারদের হাত ঘোরানোর নির্দেশ দিয়েছেন নয়া কোচ। প্রয়োজনে রিঙ্কু (Rinku Singh) যে কার্যকরী বোলিং বিকল্প হতে পারেন তা তিনি প্রমাণ করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। সিরিজের তৃতীয় টি-২০তে একসময় নিশ্চিত হারের দিকে এগোচ্ছিলো ভারত। ১৯তম ওভারে প্রচূত ঝুঁকির মধ্যেও নিয়ন্ত্রিত বোলিং করেন উত্তরপ্রদেশের তরুণ ৩ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। আগামীতেও ‘বোলার’ রিঙ্কু’র সাফল্য চাইছেন সবাই।

Also Read: IPL 2025: ক্রুণাল পাণ্ডিয়ার হাতে নেতৃত্বের ব্যাটন, রাহুলের উত্তরসূরি বেছে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *