ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় ক্রিকেটারে প্রিন্ট হয়েছেন রিংকু সিং (Rinku Singh)। ভারতীয় ক্রিকেটের অন্যতম উল্লেখযোগ্য তরুণ খেলোয়াড় হয়ে উঠেছেন কলকাতা নাইট রাইডার্স দলের রিংকু সিং। উত্তর প্রদেশের একটি সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি, এরপর নিজের স্বপ্ন পূরণ করতে করতে হয়েছে কঠোর পরিশ্রম। বেশ কিছুদিন আগেই প্রায় ৩.৫ কোটি টাকা খরচ করে কিনেছেন বাড়ি। আলিগড়ের ওজোন সিটির গোল্ডেন এস্টেটে নতুন বাড়ি কিনেছেন রিংকু। রিংকুর শেয়ার করা বাড়ির বিভিন্ন ফুটেজ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
পাঁচ ছক্কায় বদলে যায় রিঙ্কুর ভাগ্য
তবে, সবকিছু সম্ভব হতো না যদি না রিংকুর ক্যারিয়ারে এমন আমূল পরিবর্তন না দেখা যেত। আসলে, ২০২৩ সালের ৯ এপ্রিল আইপিএলের মঞ্চে ইতিহাস গড়েন রিংকু সিং। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সকে জয় এনে দেওয়া পাঁচটি ছক্কাই ছিল রিংকুর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। রিংকু তার বাড়িতে তার সেই পাঁচ ছক্কা হাঁকানো ব্যাটটি লাগিয়ে রেখেছেন। তার বাড়িটি প্রায় ৫০ বর্গ মিটার এলাকা নিয়ে তৈরি তাছাড়া বেশ কয়েকটি ফ্লোরে বিস্তৃত অঞ্চল। রিংকু নিজেই নিজের বেডরুম থেকে ডাইনিং রুম, হল ঘর, ট্রফির ঘর সব কিছু ঘুরিয়ে দেখিয়েছেন। ছয় কক্ষের বাড়িতে একটি ব্যক্তিগত পুল রয়েছে। রিঙ্কুর বিলাসবহুল এক ঘরের ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে জাতীয় সংগীতের আগে দাঁড়িয়ে থাকা ভারতীয় দলকে। রিংকু নিজেই সবকিছু ঘুরিয়ে দেখিয়েছেন।
Read More: ক্রিকেটদুনিয়ায় নক্ষত্রপতন, আসন্ন সিরিজের পরেই সরে দাঁড়াচ্ছেন কিংবদন্তি তারকা !!
৩.৪ কোটি টাকায় বাড়ি কিনেছেন রিঙ্কু
আইপিএলে রিংকু সিংয়ের যাত্রাটি স্থিতিস্থাপকতা, কঠোর পরিশ্রম এবং একটি সংকল্পের মধ্যে দিয়ে কেটেছে। নম্র ভদ্র রিঙ্কুকে তার সূচনার দিনে বেশ ট্রোলের মুখে পড়তে হয়েছে। একসময়ে কোচিং সেন্টারে একজন ক্লিনার হিসাবেও কাজ করেছেন তিনি। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স দলে খেলার সুযোগ পান রিঙ্কু, তবে ২০২২ সালে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পান তিনি এবং ২০২৩ সাল থেকে KKR’এর নিয়মিত সদস্য হয়ে ওঠেন তিনি। আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে, কেকেআর রিংকু সিংকে ধরে রাখতে ১৩ কোটি টাকা খরচ করেছে। আসন্ন আইপিএলে তার পিছনেই আপাতত সবথেকে বেশি টাকা খরচ করেছে নাইট রাইডার্স দল। তবে ধরে রাখা তালিকা জমা পড়ার পরেই যেন ফর্ম হারিয়েছেন রিঙ্কু, ২০২৪ সালের প্রথম দিকে ভারতের জার্সিতে রিংকু ফর্ম দেখিয়েছিলেন তবে তারপর আইপিএলে সম্পূর্ণ ফ্লপ ছিলেন তিনি। তবুও রিঙ্কুর উপর ভরসা দেখিয়ে তার জন্য কোটি টাকা খরচ করলো কলকাতা ফ্রাঞ্চাইজি।
This is Rinku Singh's house. Shreyas Iyer also buys NEW apartment of 2.90cr in Mumbai.
But Iyer's apartment= 1/20th area of this house. Tier 3 city mein rehne ke apne maze haipic.twitter.com/XmNO6OePYS
— Farrago Abdullah Parody (@abdullah_0mar) November 14, 2024