ভারতীয় তরুণ ব্রিগেডদের ওপর ভরসা রেখে এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য দল প্রকাশ করেছে বিসিসিআই (BCCI)। এই টুর্নামেন্টে ট্রফি জয় করে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বজায় রাখতে চাইছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে বাছাই করা স্কোয়াডের একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) মতো দুরন্ত ফর্মে থাকা ব্যাটসম্যান এই দলে জায়গা করে নিতে পারেননি। আবার সাম্প্রতিক সময় ব্যাট হাতে সেইভাবে নজর কাড়তে না পারলেও রিঙ্কু সিংকে (Rinku Singh) এশিয়া কাপের জন্য বাছাই করা হয়। যা নিয়ে অনেক ক্রিকেট ভক্ত প্রশ্ন তুলেছিলেন। তবে এবার এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগেই ব্যাট হাতে জবাব দিলেন রিঙ্কু।
Read More: TOP 5: ৫ টি কারণ যার জন্য হার্দিক পান্ডিয়াকে ভরসা করতে পারেন না গৌতম গম্ভীর ও বিসিসিআই !!
জ্বলে উঠলেন রিঙ্কু সিং-

কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিস্ফোরক ফিনিশার হিসেবে নিজের পরিচয় তৈরি করেছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। তারপর জাতীয় দলেও সুযোগ পেয়ে খেলেন একের পর এক গুরুত্বপূর্ণ ইনিংস। তবে সাম্প্রতিক সময়ে এই তারকা ব্যাটসম্যান ছন্দে ছিলেন না। যার ফলে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এবার এশিয়া কাপের (Asia Cup 2025) আগে ব্যাট হাতে জ্বলে আবারও নিজেকে প্রমাণ করলেন রিঙ্কু। ১৭ আগস্ট থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগ (UPT20)।
এই টুর্নামেন্টে মিরাট ম্যাভেরিক্সের (Meerut Mavericks) হয়ে নেতৃত্ব দিচ্ছেন এই তারকা ব্যাটসম্যান। গতকাল এই দলটি গোরক্ষপুর লায়ন্সের (Gorakhpur Lions) বিপক্ষে মাঠে নামে। ম্যাচে গোরক্ষপুর প্রথম ইনিংসে ব্যাট করে ১৬৭ রান সংগ্রহ করে নেয়। এই রান তাড়া করতে নেমে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায় মিরাট। এইরকম পরিস্থিতিতে হাল ধরেন রিঙ্কু (Rinku Singh)। ৪৮ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলে তিনি নিজের জাত চেনান। তার ব্যাট থেকে আসে ৮ টি ছয় এবং ৭ টি চার। ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২২৫। এই রানের ওপর ভর অরে মিরাট শেষ পর্যন্ত ৬ উইকেটে বিশাল জয় ছিনিয়ে নেয়।
এশিয়া কাপে রিঙ্কু-

ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একদমই ছন্দে ছিলেন না এই নাইট তারকা। তিনি ৩ ম্যাচে ৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন। এরপর এই বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়েও জ্বলে উঠতে ব্যর্থ হন রিঙ্কু (Rinku Singh)। ১৩ ম্যাচে সংগ্রহ করেন মাত্র ২০৬ রান। তার চোট সমস্যা নিয়েও প্রশ্নচিহ্ন ছিল। ফলে এইরকম পরিস্থিতিতে তিনি আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) জায়গা পাবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে বিসিসিআই (BCCI) এবং গৌতম গম্ভীর (Gautam Gambhir) এই তারকা ব্যাটসম্যানের ওপর ভরসা রেখেছেন।
উল্লেখ্য এখনও পর্যন্ত রিঙ্কু সিং (Rinku Singh) জাতীয় দলের হয়ে ৩৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৬১ স্ট্রাইক রেটে ৫৪৬ রান সংগ্রহ করেছেন। এমনকি তিনি বল হাতেও সংগ্রহ করেছেন ২ টি উইকেট। অন্যদিকে আসন্ন গুরুত্বপূর্ণ এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সহ অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হয়েছে শুভমান গিলকে (Shubman Gill)। এছাড়াও বোলিং আক্রমণে রয়েছেন অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। স্পিনার হিসাবে বিশেষ করে কুলদীপ যাদব (Kuldeep Yadav) এবং বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) ওপর ভরসা করছে দল।