rinku singh and ruturaj gaikwad might get chance in ire-vs-ind series

IRE vs IND: ২০২৩ জুড়েই ক্রিকেটের মরশুম। এবছর অনুষ্ঠিত হচ্ছে একের পর এক টুর্নামেন্ট। এবছর বড় টুর্নামেন্টের মধ্যে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ ২০২৩ (WC 2023)। ভারতে আয়োজিত হচ্ছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। এই পরিস্থিতিতে আরো বেড়ে যায় এর রোমাঞ্চ ও ভারতের জেতার প্রত্যাশা অনেকটা বৃদ্ধি পায়। তবে, বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার আগে, টিম ইন্ডিয়ার সবথেকে বড় চ্যালেঞ্জ থাকবে ওয়েস্ট ইন্ডিজ সফর। ২ টেস্ট, ৩ ওডিআই ও ৫ টি টোয়েন্টি খেলতে চলেছে দুই দল। ওডিআই ও টেস্ট দলের স্কোয়াড প্রকাশিত হওয়ার বেশ কয়েকদিন পরেই প্রকাশ পেল ইন্ডিয়ার টি টোয়েন্টি স্কোয়াড।  তবে, এই সিরিজে দলে সুযোগ পেলেন না কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং (Rinku Singh) ও ঋতুরাজ গাইকোয়ার্ডদের (Ruturaj Gaikwad) মতন প্লেয়াররা ।

READ MORE: WI vs IND: দল নির্বাচনে হলো বড় ভুল, এই খেলোয়াড়কে সুযোগ না দিয়ে নিজের পায়ে কুরুল মারলো BCCI !!

দলে সুযোগ পেলেন না রিঙ্কু-ঋতুরাজ

rinku singh and ruturaj gaikwad, ire vs ind
Rinku Singh and Ruturaj Gaikwad | Image: Twitter

তবে, খুব শীঘ্রই দলে সুযোগ পেতে চলেছেন রিঙ্কু ও ঋতুরাজ। ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দল আয়ারল্যান্ড (IRE vs IND) সফরে যাবে, সেখানে তাদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স করতে দেখা যাবে।  তবে আশা করা যাচ্ছে এই সিরিজে ভারতের অভিজ্ঞ প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়া হতে পারে, কারণ অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ড এর বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। আর তার কিছুদিন বাদেই অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, যার  দিকে নজর রেখে ভারতীয় সিনিয়র দলকে বিশ্রাম দেওয়া হতে পারে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অর্থাৎ ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের দিকে নজর রেখে এই সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। সূত্রের খবর অনুযায়ী এই সিরিজে অভিষেক হতে পারে রিঙ্কু সিংয়ের। এমনকি এবছর চেন্নাই দলের হয়ে পারফর্মেন্স দেখানো ঋতুরাজ গায়কোয়ার্ড খেলার সুযোগ পাবেন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ পাবেন রিঙ্কু-ঋতুরাজ

rinku singh and ruturaj gaikwad, ire vs ind
Rinku Singh and Ruturaj Gaikwad | Image: Twitter

আইপিএলে এবছর রিঙ্কু এবং ঋতুরাজের পারফরম্যান্স দেখে মনে হয়েছিল এই বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে তারা সুযোগ পেতে পারেন। কিন্তু টি-টোয়েন্টি স্কোয়াড যখন প্রকাশ পায় তখন কেবলমাত্র তিলক ভার্মা (Tilak Varma) নতুন প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছেন, এমনকি দলে ডাক পেয়ে গেছে সঞ্জু স্যামসন (Sanju Samson), তবে আয়ারল্যান্ডের (IRE vs IND) বিরুদ্ধে হতে পারে নতুন দল।  যে দলে সুযোগ পাবেন রিঙ্কু ও ঋতুরাজ।

১৫ সদস্যের দল ভারত এমন হতে পারে

ঋতুরাজ গায়কওয়াড , ইশান কিশান (WK), হার্দিক পান্ডিয়া (C), সঞ্জু স্যামসন (WK), অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার, উমরান মালিক, আরশদীপ সিং, তিলক ভার্মা, রিঙ্কু সিং, মোহিত শর্মা, পৃথ্বী শ, জিতেশ শর্মা (wk), আকাশ মাধওয়াল।

READ ALSO: WI vs IND: BCCI’এর থেকে বদলা নিলেন পূজারা, উইন্ডিজ সফরে সুযোগ না পেয়ে দিলীপ ট্রফিতে করলেন দুরন্ত কামব্যাক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *