KKR’এর সাথে বিশ্বাসঘাতকতা করলো রিংকু সিং, ১৫ কোটির বিনিময়ে নিজের পছন্দের দলে হচ্ছে শামিল !! 1

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের অন্যতম শক্তিশালী দল হল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ২০১২, ২০১৪’এর পর ২০২৪ সালে তৃতীয় বারের জন্য আইপিএল বিজয়ী হয়েছে নাইট রাইডার্স। কলকাতা দলের পক্ষে আসন্ন আইপিএল ট্রফি জয় করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কলকাতা দলের পক্ষে আসন্ন আইপিএলের ট্রফি জয় মুশকিল হয়ে ওঠে। আসন্ন আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন রিংকু।

রিংকু জানিয়ে দিয়েছেন যে, তিনি আর কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে আর খেলতে দেখা যাবে না এই তরুণ প্রতিভা রিঙ্কু। বিগত কয়েক বছরে তিনি তার খেলায় বিস্তার পরিবর্তন ঘটিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে তার ব্যাট থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংসের লক্ষ্য করা গিয়েছে। তার এই দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি ভারতে জাতীয় দলের নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন। বর্তমানে ভারতের হয়ে টি-টোয়েন্ট ফরম্যাটের সক্রিয় সদস্য হলেন রিংকু, তবে কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে রিংকু জানিয়ে দেন তিনি কলকাতা নাইট রাইডার্স এর জার্সিতে খেলতে চান না।

Read More: IPL 2025: রাজস্থানের রেডারে চার তারকা, নিলাম থেকে যাঁদের দলে ফেরাতে মুখিয়ে থাকবে ফ্র্যাঞ্চাইজি !!

কলকাতা ছাড়বেন রিংকু

Rinku Singh
Rinku Singh | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) এর হয়েই অভিষেক করেছিলেন রিংকু। যদিও প্রথমবারের জন্য পাঞ্জাব কিংস তাকে আইপিএল দলে শামিল করেছিল। কিন্তু পাঞ্জাবের জার্সিতে খেলার সুযোগ হয়নি রিংকুর। কলকাতার জার্সিতে রিংকু ২০২৩ সালের মঞ্চে গুজরাটের বিরুদ্ধে একটি অবিশ্বাস্য ইনিংস খেলে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছিলেন। যার পর থেকেই কলকাতা দলের একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন তিনি। রিংকু কলকাতার জার্সিতে গত তিন মৌসুম ধরে মোট ৪৫ টি ম্যাচ খেলেছেন, ৪০ বার ব্যাটিং করার সুযোগ পেয়ে রিঙ্কু ৩০.৭৯ গড়ে এবং ১৪৩.৩৪ স্ক্রাইক রেটে ৮৯৩ রান বানিয়েছেন তিনি।

গত মৌসুমে সুনীল নারিন (Sunil Narine) এবং ফিল সল্টের (Philip Salt) বিধ্বংসী ব্যাটিংয়ে রিংকুর কাছে ব্যাটিং করার সুযোগ হয়ে ওঠেনি। তাই এই পরিস্থিতিতে আগামী মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাকে রিটেন করবে না বলেই জানা গিয়েছে। তবে কলকাতা তাকে ধরে না রাখলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) দলে নাম লেখাতে পারেন তিনি। প্রসঙ্গত ফিনিশারের ভূমিকা পালন করেন রিংকু এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে গত মৌসুমে অবসর ঘোষণা করেছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

ব্যাঙ্গালুরুর জার্সিতে খেলতে দেখা যাবে রিংকুকে

Rinku Singh,kkr
Rinku Singh | Image: Getty Images

তাই দীনেশ কার্তিকের একজন প্রতিস্থাপক হিসাবে রিংকুকে দেখা যাবে বলে জানা গিয়েছে। পনেরো কোটি টাকার বিনিময়ে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে শামিল হতে চলেছেন রিংকু। এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন কলকাতা নাইট রাইডার্স তাকে রিটেন না করলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের হয়ে খেলতে পছন্দ করবেন। এই প্রসঙ্গে মন্তব্য করে তিনি আরও বলেন যে, “কলকাতার হয়ে আমি প্রথম থেকে খেলছি। যদি তারা আমাকে রিটেন না করে তাহলে আমি পরের মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে খেলতে চাই। কারণ সেখানে বিরাট কোহলি ভাই খেলেন।

Read Also: IPL 2025: নিলামের আগেই ‘ডিল’ চূড়ান্ত হলো সূর্যকুমার সাথে, মুম্বইয়ের দ্বিগুণ টাকায় ‘মিস্টার ৩৬০’কে নিচ্ছে KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *