এই মুহূর্তে বিশ্বের সেরা বোলিং লাইন আপ টি রয়েছে ভারতের কাছে, মনে করেন জাহির খান 1

এইমুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোলিং লাইন আপ রয়েছে ভারতের কাছে। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় পেসার জাহির খান। একসময় ভারতের পেস বোলিং লাইন আপ গোটা বিশ্বজুড়ে সমীহ আদায় করে নিলেও। এইমুহূর্তে পিছিয়ে নেই পেস বোলিং লাইন আপ। বুমরাহ, ইশান্ত, শামি, ভুবনের সম্বলিত ভারতের পেস বোলিং লাইন আপ এখন দারুণ বৈচিত্র্যময়।

এই মুহূর্তে বিশ্বের সেরা বোলিং লাইন আপ টি রয়েছে ভারতের কাছে, মনে করেন জাহির খান 2
Leeds: India’s Jasprit Bumrah, left, celebrates with teammates the dismissal of Sri Lanka’s Kusal Perera during the Cricket World Cup match between India and Sri Lanka at Headingley in Leeds, England, Saturday, July 6, 2019. AP/PTI(AP7_6_2019_000082A)

পেসারদের দুরন্ত বোলিংয়ের সৈজন‍্যে বিদেশের মাঠে দারুণ সাফলতা পেয়েছে ভারতীয় দল।একাধিক বার বিপক্ষের ২০ উইকেট তুলে নিয়েছে তারা।এজন্য অধিনায়ক বিরাট কোহলি অধিক সংখ‍্যক পেসারদের নিয়ে খেলতে পছন্দ করেন।

এই মুহূর্তে বিশ্বের সেরা বোলিং লাইন আপ টি রয়েছে ভারতের কাছে, মনে করেন জাহির খান 3

টেস্ট কেরিয়ার স্বপ্নের ন‍্যায় শুরু হয়েছিল জসপ্রীত বুমরাহ’র।এই মুহূর্তে একদিবসীয় ক্রিকেটে এক নম্বর বোলার তিনি, অন‍্যদিকে টেস্টে তিনি আছেন তিন নম্বরে।অন‍্যদিকে ইশান্তের বোলিং দলকে যোগাচ্ছে এক্সপেরিয়েন্স।অন‍্যদিকে দিন দিন নিজেকে ক্ষুরধার করে তুলেছেন মহম্মদ শামি।

” ভারতীয় ক্রিকেট দলে এই মুহূর্তে স্বর্ণ যুগ চলছে ভারতীয় বোলিংয়ের।বুমরাহ, শামি, ভুবনেশ্বর, নভদীপ সম্বলিত ভারতীয় পেস বোলিং লাইন আপ দারুণ সম্ভাবনাময়। এইমুহূর্তে পেস বোলিং এর অন‍্যতম সেরা। আমি আশা রাগবো তারা তাদের এমন দারুণ ফর্ম বজায় রাখবে ” ।
মন্তব্য জাহির খানের।

এই মুহূর্তে বিশ্বের সেরা বোলিং লাইন আপ টি রয়েছে ভারতের কাছে, মনে করেন জাহির খান 4

এর আগে আমরা শ্রীনাথ এবং জাহিরের হাতে ছিলো ভারতের পেস বোলিংয়ের দায়িত্ব।এইমুহূর্তে জাহির মনে করেন ভারতীয় দলের বোলিং বিভাগের ভবিষ্যৎ অত‍্যন্ত সম্ভাবনাময়।প্রত‍্যেক বোলাররা নিজের নিজের জায়গায় স্বতন্ত্র।এদিন সাইনির প্রশংসা করে তিনি বলেন, লেংথ – লাইন অসাধারণ যা পরবর্তী সময়ে নির্ভরতা দেবে ভারতীয় ক্রিকেট দলকে।প্রশংসা করে চাহারের নিউ বলে সুইংয়ের , এবং খলিল আহমেদের বোলিং বৈচিত্র্যের।

আগামী ২ রা অক্টোবর, বিশাখাপত্তনমে সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *