আইপিএলের ১৭ বছর ধরে এখনো পর্যন্ত বেশ কয়েকটি দল ট্রফি জিততে হয়েছে ব্যর্থ। এবার আইপিএল জয়ি কোচ রিকি পন্টিং (Ricky Ponting) এর হাতেই দেওয়া হচ্ছে এই দলের কোচিংয়ের দায়িত্ব। চলতি বছরের আইপিএলের শেষেই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে চুক্তি ভেঙে যায় রিকি পন্টিংয়ের। দিল্লি দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) জানিয়ে দেন পন্টিং কোচ হওয়ার পরে দিল্লি দলের সাময়িক উন্নতি দেখা যায়নি অর্থাৎ কোচ হিসেবে দিল্লির হয়ে আইপিএল ট্রফি জেতাতে ব্যার্থ হয়েছিলেন পন্টিং। যার ফলে দলের কোচের ভূমিকা থেকে ছাঁটাই করা হয় আইপিএল জয়ী অজি কোচকে। এর কয়েক সপ্তাহের মধ্যেই ফের আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন রিকি পন্টিং।
নতুন ফ্র্যাঞ্চাইজির কোচ হলেন পন্টিং
আইপিএলে প্রীতি জিন্টার দল পঞ্জাব কিংসের হেড কোচ পদে এবার বসতে দেখা যাবে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার তথা বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন এবং আইপিএল জয়ী কোচ রিকি পন্টিংকে (Ricky Ponting)। আইপিএলে ট্রফির দেখা পায়নি এখনও প্রীতির দলটি। ২০১৪ সালের আইপিএল ফাইনালে শেষবার প্লে-অফের কোনো ম্যাচ খেলেছিল পাঞ্জাব। তবে এবার ভাগ্য পরিবর্তনে এবার বড়সড় পদক্ষেপ করল পাঞ্জাব কিংস। দলের কোচ হিসাবে গুরুদায়িত্ব পালন করবেন পন্টিং। পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ানও ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সম্প্রতি।
Read More: শ্রেয়স আইয়ারের উপর আস্থা নেই, বর্ডার-গাওস্কর ট্রফির স্কোয়াডে ২২ বর্ষীয় KKR তারকাকে চাইছেন দীনেশ কার্তিক !!
নিলামের মঞ্চে দল গঠন করার লক্ষ থাকবে পন্টিংয়ের
গত মৌসুমে এই দলের দায়িত্ব সামলেছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার (Sanjay Bangar)। নতুন ক্যাপ্টেন ও কোচের সঙ্গে মানিয়ে চলতে হবে পাঞ্জাব কিংসকে। গত মৌসুমে শিখর ধাওয়ান চোটের কারণে একাধিক ম্যাচে দলের বাইরেই ছিলেন, তাই স্যাম কুরানের (Sam Curran) হাতেই তুলে দেওয়া হয়েছিল দায়িত্ব। তবে ক্যাপ্টেন হিসাবে তিনি নিতান্তই অনভিজ্ঞ। আসন্ন আইপিএলের আগে মেগা নিলাম আয়োজিত হবে এবং সেই নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে নিলামের মঞ্চে টার্গেট করা যায়, সেদিকে নজর দিচ্ছে তাঁরা। তাই নিলামের আগে হাতে কিছুটা সময় নিয়েই রিকিকে (Ricky Ponting) নিযুক্ত করল প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি।