প্রথম বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয়ী বাঙালি রিচা ঘোষ (Richa Ghosh)। যে কাজ পেরেননি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) ঝুলন গোস্বামীরা (Jhulan Goswami) তা করে দেখিয়েছেন তিনি। ফলে এই তারকা ক্রিকেটারকে নিয়ে পশ্চিমবঙ্গবাসীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। টুর্নামেন্ট জুড়ে তার পারফর্ম্যান্স ছিল চোখে পড়ার মতো। ট্রফি জয় করার পর ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সাথেও দেখা করেন এই বঙ্গ তনয়া। এবার নিজের শহর শিলিগুড়িতে ফিরলেন রিচা। সংবর্ধনার মধ্যে দিয়ে তাকে সম্মান জানলেন কাছের মানুষজন। উত্তরবঙ্গের মেয়েকে নিয়ে এক ভিন্ন ক্রিকেটীয় উচ্ছ্বাসে মাতলেন ক্রিকেট ভক্তরা।
Read More: “সূর্যকুমারকেও ৩০ ম্যাচে নিষিদ্ধ করা হোক”, হারিস রাউফের ব্যান নিয়ে জয় শাহকে তোপ, পাক তারকার !!
শিলিগুড়ি পৌঁছালেন রিচা-

ট্রফি জয়ের পর থেকেই ছিল অপেক্ষা। রিচার ফেরা নিয়ে অপেক্ষায় ছিলেন তার বাবা-মাও। আজ ১২ টা নাগাদ দিল্লি থেকে বাগডোগরাগামী বিমানে ফেরেন এই বিশ্বকাপ জয়ী তারকা। বাগডোগরা বিমানবন্দর থেকে শোভাযাত্রার মাধ্যে দিয়ে শিলিগুড়ি শহরে ফেরেন তিনি। শহরের প্রধান রাস্তা হিলকার রোড জুড়ে ছিল ক্রিকেট ভক্তদের ভিড়। হুডখোলা গাড়িতে হাত নেড়ে তাদের উদ্দেশ্যে বার্তা দেন রিচা। হুডখোলা জিপে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করে নিজের শহরে ফেরেন।
এরপর শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে তার সুভাষপল্লীর বাড়ি পর্যন্ত রাস্তায় পাতা ছিল রেড কার্পেট। রিচা শুধুমাত্র বাংলার নয় তিনি ভারতের গর্ব। মাত্র একদিনের জন্য নিজের শহরে আসার সুযোগ পেয়েছেন। শুক্রবারেই বাঘাযতীন পার্কে পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এরপরই তিনি যান বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবে। এখান থেকেই ক্রিকেট খেলা শুরু করেছিলেন বিশ্বকাপ জয়ী এই উইকেটকিপার ব্যাটসম্যান।
দেখুন সেই ভিডিওটি-
রিচার ইতিহাস রচনা-

এই বছর মহিলা বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ভারতের ব্যাটিং অর্ডারের অন্যতম স্তম্ভ ছিলেন রিচা (Richa Ghosh)। তিনি নিচের দিকে ব্যাট করতে এসে বিধ্বংসী ইনিংস খেলে দলকে সাহায্য করেছিলেন। ফাইনালে এই বঙ্গ তনয়া ১৪০ ওপর স্ট্রাইক রেটে ২৪ বলে ৩৪ রান করে দলকে লড়াইয়ে জায়গা করে দেন। এর সঙ্গেই এই বছর বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে সকলকে ছাপিয়ে গেছেন। ৮ ম্যাচে মেরেছেন ১২ টি ছয়। টুর্নামেন্টে তার ব্যাট থেকে এসেছে মোট ২৩৫ রান।
অন্যদিকে উইকেটকিপার হিসেবেও নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। ফলে এইরকম প্রতিভাবান ক্রিকেটারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই পুলিশের চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে আগামীকাল ইডেন গার্ডেন্সে সিএবির (CAB) পক্ষ থেকে রিচাকে সংবর্ধনা জানানো হবে। তার হাতে তুলে দেওয়া হবে সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এবং ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) সই করা গোল্ডেন ব্যাট ও বল।