রিচার হাতে রাজ্যের বিশেষ সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী, উপহারের তালিকায় ছিল চমকের পর চমক !! 1
Richa Ghosh | Image: Twitter

এই বছর মহিলাদের বিশ্বকাপ জয়ের পিছনে রিচা ঘোষের (Richa Ghosh) গুরুত্বপূর্ণ আবেদন ছিল। শিলিগুড়ির এই কন্যার সাফল্যে গর্বিত গোটা বাংলা। গতকাল বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান এই তারকা। এই উইকেটকিপার-ব্যাটসম্যানের বিমানবন্দর থেকে নিজের বাসভবন পর্যন্ত দীর্ঘ যাত্রাপথে অসংখ্য ক্রিকেট ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এরপর আজ ইডেন গার্ডেন্সে বিশেষ সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করে সিএবি (CAB)। এই অনুষ্ঠান থেকে বিশেষ সম্মান ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Read More: কুয়েত-UAE-নেপালের কাছে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দীনেশ কার্তিকদের নিয়ে চরম বিতর্ক !!

বঙ্গভূষণ পেলেন রিচা ঘোষ-

রিচার হাতে রাজ্যের বিশেষ সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী, উপহারের তালিকায় ছিল চমকের পর চমক !! 2
Richa Ghosh | Image: Twitter

আজ ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেন্সে রিচা ঘোষকে সংবর্ধনা দেওয়ার জন্য সিএবি বিশেষ অনুষ্ঠান আয়োজন করে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas), প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) মতো ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বাংলার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রথমে উত্তরীয় তুলে দেওয়া হয় সঙ্গে ছিল ফুল-মিষ্টি। এরপর মুখ্যমন্ত্রী বিশ্বকাপ জয়ী এই তারকার হাতে গোল্ডেন ব্যাট ও বল তুলে দেন।

এর সঙ্গেই মমতা ব্যানার্জি বিশেষ সম্মান ঘোষণা করেন। রাজ্য সরকারের পক্ষ থেকে সেরা নাগরিক সম্মান বঙ্গভূষণ তুলে দেওয়া হয় রিচার হাতে। তবে এখানেই শেষ নয়। রাজ্য পুলিশের ডিএসপি পদের চাকরির যোগদান পত্র দেওয়া হয় তাকে। সরকারের পক্ষ থেকে সোনার চেন‌ও তুলে দেওয়া হয়। সোনার স্মারক এবং ৩৪ লক্ষ টাকাও দেওয়া হয়েছে সিএবির পক্ষ থেকে।

সাফল্যে উচ্ছ্বসিত সৌরভ-

রিচার হাতে রাজ্যের বিশেষ সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী, উপহারের তালিকায় ছিল চমকের পর চমক !! 3
Richa Ghosh | Image: Twitter

সংবর্ধনা অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীর রিচার সাফল্য নিয়ে নিজের আবেগ প্রকাশ করেন। তিনি বলেন, “যখন আমি দেশের অধিনায়ক ছিলাম ঝুলন গোস্বামীকে ইডেন গার্ডেন্সে দৌড়াতে দেখতাম। তখনকার মহিলা ক্রিকেট এতো স্থিতিশীল এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ছিল না। আজকের ঝুলন সহ যারা খেলতেন তাদের জন্যই ভারতীয় মহিলা ক্রিকেট এই উচ্চতায় পৌঁছেছে।

জেমিমা রড্রিগেজ (Jemimah Rodrigues), শেফালি বর্মা (Shafali Verma), স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), হরমনপ্রীত কৌরদের (Harmanpreet Kaur) জন্যেই আজকের দেশের ক্রিকেট এই পর্যায়ে এসে পৌঁছেছে। রিচার (Richa Ghosh) বয়স ২২ বছর সানার থেকেও ছোটো। ৬ নম্বরে গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করে। এই কঠিন জায়গায় ব্যাট করে যে ইনিংসগুলি খেলেছেন তা খুব কঠিন। ও কোনোভাবেই স্মৃতি, হরমনপ্রীতদের থেকে কম নয়। আমরা চাই রিচাও একদিন ঝুলন গোস্বামীর মতো জায়গায় পৌঁছাবে। একদিন যেন আমরা প্রশংসার সঙ্গে বলতে পারি রিচা ভারতীয় দলের অধিনায়ক।”

Read Also: “১০ লাখেও হবে না আমার…” শামির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হাসিন জাহানের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *