ঝুলন গোস্বামী (Jhulan Goswami) বাংলা ক্রিকেট থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চে তারকা হিসেবে নিজের জায়গা করে নিয়েছিলেন। সেই রাস্তায় হেঁটে রিচা ঘোষ (Richa Ghosh) নিজেকে তৈরি করেন। সম্প্রতি শিলিগুড়ির এই তনয়া বিশ্বকাপ (Women’s ODI WC 2025) জয় করে ভারতকে যোগ্য সম্মান এনে দিয়েছেন। ট্রফি জয় করার পর গতকাল নিজের শহরে ফেরেন এই জনপ্রিয় মহিলা ক্রিকেটার। তাকে নিয়ে কাছের মানুষজনের উচ্ছ্বাস খবরের শিরোনামে উঠে আসে। অন্যদিকে আজ ইডেন গার্ডেন্সে সিএবির (CAB) পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে পুলিশের গুরুত্বপূর্ণ পদে চাকরি দিয়ে সম্মান জানানো হল রিচাকে।
Read More: কুয়েত-UAE-নেপালের কাছে লজ্জার হার টিম ইন্ডিয়ার, দীনেশ কার্তিকদের নিয়ে চরম বিতর্ক !!
পুলিশের বড়ো পদে রিচা ঘোষ-

আজ ক্রিকেটের নন্দন কাননে রিচা ঘোষের সংবর্ধনা অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), ঝুলন গোস্বামীকে দেখতে পাওয়া যায়। বাংলা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রথমেই উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় রিচাকে। সঙ্গে হাতে তুলে দেওয়া হয় ফুল ও মিষ্টি। এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তারকার হাতে গোল্ডেন ব্যাট ও বল তুলে দেন।
এর সঙ্গেই বঙ্গভূষণের বিশেষ সম্মান তুলে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তারপর ডিএসপি পদের নিয়োগপত্র দেওয়া হয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই উইকেটকিপার ব্যাটসম্যানকে। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে সম্মান জানিয়ে এই বিষয়ে পোস্ট পর্যন্ত করা হয়। এই পোস্টে উল্লেখ করা হয়েছে, “আন্তরিক অভিনন্দন ডিএসপি রিচা ঘোষ। বাংলার গর্ব এখন একজন ডেপুটি সুপারিনটেডেন্ট অফ পুলিশ। পশ্চিমবঙ্গ সরকার বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে ডিএসপি পদে নিযুক্ত করেছে।”
বাংলার গর্ব রিচা-

এই বছর মহিলাদের বিশ্বকাপে নিচের দিকে ব্যাট করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করে দলকে সাহায্য করেছিলেন রিচা (Richa Ghosh)। ফাইনালে দক্ষিণ আফ্রিকার (India W vs South Africa W) বিপক্ষে তার ব্যাট থেকে ২৪ বলে ৩৪ রান আসে। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১৪০’এর ওপর। এর সঙ্গেই এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়ে দৃষ্টান্ত তৈরি করেছেন এই বঙ্গ তনয়া। তার ব্যাট থেকে এসেছে ১২ টি ছক্কা। ৮ ম্যাচে বিশ্বকাপে তিনি মোট ২৩৫ রান সংগ্রহ করেছেন।
ফলে রিচার সাফল্য নিয়ে উচ্ছ্বসিত সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, “রিচার বয়স ২২ বছর। ও আমার মেয়ে সানার থেকেও ছোটো। দেশের হয়ে ৬ নম্বরে গুরুত্বপূর্ণ জায়গায় ব্যাট করে। এই কঠিন জায়গায় ব্যাট করে যে ইনিংসগুলি খেলেছেন তা প্রশংসনীয়। ও কোনোভাবেই স্মৃতি, হরমনপ্রীতদের থেকে কম নয়। আমরা চাই রিচাও একদিন ঝুলন গোস্বামীর মতো জায়গায় পৌঁছাবে। একদিন যেন আমরা প্রশংসার সঙ্গে বলতে পারি রিচা ভারতীয় দলের অধিনায়ক।”