আর গোপন নয়, এবার প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন রিয়ান পরাগ !! 1

আইপিএলের (IPL 2025) মঞ্চে জনপ্রিয়তা লাভ করে অনেক ক্রিকেটার আলোচনায় উঠে এসেছেন। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে তারা জাতীয় দলেও নিজেদের জায়গা করে নেন। এই বছর আইপিএলেও প্রিয়াংশ আর্য (Priyansh Arya), বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), আয়ুশ মাহাত্রের (Ayush Mhatre) মতো তরুণ ক্রিকেটাররা দুরন্ত ব্যাটিং করে ভক্তদের মন জয় করে নিয়েছেন। অন্যদিকে এই বছর টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) হয়ে সঞ্জু স্যামসনের (Sanju Samson) বদলে রিয়ান পরাগ (Riyan Parag) দক্ষতার সঙ্গে অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন। ভবিষ্যতে তিনি ভারতীয় দলের নেতৃত্বে আসতে পারেন বলে আলোচনা মেতে উঠেছেন ক্রিকেট ভক্তরা। এবার রিয়ান পরাগের (Riyan Parag) প্রিয় বান্ধবীর ছবি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Read More: গম্ভীরের ‘কলিজার টুকরো’ হ‌ওয়ায় এই তিন ক্রিকেটার পাচ্ছেন সুযোগ, নয়তো রঞ্জি খেলার যোগ্য নন তারা !!

সামনে এলো রিয়ানের বান্ধবীর ছবি-

আর গোপন নয়, এবার প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন রিয়ান পরাগ !! 2
Riyan Parag | Images: Getty Images

তরুণ তারকা হিসাবে গত কয়েক বছরে আইপিএলে জনপ্রিয়তা অর্জন করেছেন রিয়ান পরাগ (Riyan Parag)। তবে ২০২৪ আইপিএলের পর এই তারকা ব্যাটসম্যান এক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন। রিয়ান পরাগের (Riyan Parag) ইউটিউবে আপত্তিজনক সার্চ হিস্ট্রি প্রকাশ্যে চলে আসে। একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় রাজস্থানের এই ব্যাটসম্যান ইউটিউবে জনপ্রিয় বলিউড অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) এবং অনন্যা পান্ডের (Ananya Panday) আপত্তিকর ভিডিও সার্চ করেছেন। এই ঘটনা নিয়ে ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে গিয়েছিল। তবে সমস্ত বিতর্ককে পিছনে ফলে ঘুরে দাঁড়িয়েছেন রিয়ান (Riyan Parag)। জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য তিনি পরিশ্রম করছেন‌। অন্যদিকে এবার নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে কলেজের প্রিয় বান্ধবীর ছবি পোস্ট করলেন রিয়ান। এরপরেই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই উল্লেখ্য করেছেন যে কলেজের এই বান্ধবীর সঙ্গেই বর্তমানে ডেট করছেন এই তারকা। কিন্তু তাদের প্রেমের সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি রিয়ান পরাগ (Riyan Parag)।

দেখুন সেই ছবি-

আর গোপন নয়, এবার প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন রিয়ান পরাগ !! 3
Riyan Parag and His Friend | Images: Getty Images

রাজস্থানের হয়ে লড়াই চালান রিয়ান-

আর গোপন নয়, এবার প্রেমিকার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন রিয়ান পরাগ !! 4
Riyan Parag | Images: Getty Images

গত বছর আইপিএলে রিয়ান পরাগ (Riyan Parag) ১৬ ম্যাচে ৫৭৩ রান সংগ্রহ করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন। ফলে তাকে এই বছর মেগা নিলামের আগে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) দলে ধরে রেখেছিল। সঞ্জু স্যামসনের (Sanju Samson) চোট থাকার কারণে রিয়ান (Riyan Parag) বেশ কিছু ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি লিগ পর্বে কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে ইডেন‌ গার্ডেন্সে ৪৫ বলে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন‌‌। এই বছর আইপিএলে তার ব্যাট থেকে আসে ১৪ ম্যাচে ৩৯৩ রান। এর সঙ্গেই এই তারকা ব্যাটসম্যান এখনও পর্যন্ত ভারতের হয়ে ৯ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন। গত বছর শেষ বাংলাদেশের বিপক্ষে দেশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি‌। অন্যদিকে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টের আগে ভারতীয় ২০ ওভারের দলে রিয়ান পরাগ (Riyan Parag) প্রত্যাবর্তন করতে পারেন কিনা এখন সেটাই দেখার বিষয়।

Read Also: ব্যাট হাতে জ্বলে উঠলেন শার্দুল ঠাকুর, বুমরাহ-সিরাজদের ভ্যাবাচ্যাকা খাইয়ে গড়লেন সেঞ্চুরি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *