IPL2025: বদলে গেল আইপিএলের ভ্যানু, এই ৫ শহরে হবে বাঁকি ম্যাচ গুলি !! 1

ভারত-পাক যুদ্ধের আঁচ ক্রিকেট মাঠে। যার জেরেই এক সপ্তাহের জন্য বন্ধ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। তবে সপ্তাহ পরে কোথায় বসবে আইপিএলের আসর ? তা নিয়ে সমাজ মাধ্যমে উঠেছে একাধিক প্রশ্ন। বেশ কিছু সূত্রের দাবি এবারের আইপিএল নাকি ভারতের বাইরে অনুষ্ঠিত হবে কারোর মতে দক্ষিণ আফ্রিকা আবার কারোর মতে ইংল্যান্ডের বুকে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তবে শেষ ম্যাচ বড় আপডেট দিয়েছে বিসিসিআই।

সূত্রের খবর ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে বাকি খেলা গুলি ভারতেই অনুষ্ঠিত হবে। তবে তার জন্য নির্ধারিত কটি মাঠে এই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। লীগ পর্যায়ের ম্যাচগুলি খেলার জন্য চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, বিষাখাপত্তনমকে বেছে নিয়েছে বিসিসিআই (BCCI)। আর প্লে-অফের ম্যাচ গুলি কলকাতায় খেলা হবে বলেই সূত্রের খবর। একটি সূত্র জানিয়েছে, “এসব ক্ষেত্রে (ভারত-পাকিস্তান যুদ্ধ) এক সপ্তাহ দীর্ঘ সময়। বোর্ড এবিষয়ে চিন্তাভাবনা করেছে। প্রাথমিক ভাবে বোর্ড এখনও চিন্তাভাবনা চালাচ্ছে আগামী এক সপ্তাহে পরে আইপিএল শুরু হবে। তবে তার জন্য পাঁচটি ভ্যানুও বেছে নেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় সংঘর্ষের তীব্রতা কমে গেলে আবার সব ভেন্যুগুলোতে ম্যাচ করানো যেতে পারে।

Read More: IPL 2025: জলে গেলো শ্রেয়সদের মেহনত, আবার প্রথম থেকে শুরু হবে পাঞ্জাব-দিল্লী ম্যাচ !!

ভারতেই অনুষ্ঠিত হবে বাঁকি আইপিএল

Ipl 2025
IPL 2025 | Image: Getty Images

ধর্মশালায় অনুষ্ঠিত চলতি আইপিএলের ৫৮তম ম্যাচটি পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচটি নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল। তার পরেই সাময়িক স্থগিত রাখা হয়েছিল আইপিএল (IPL 2025)। সপ্তাহ খানেকের জন্য আইপিএল বন্ধ রাখা হলেও পরবর্তী পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই বোর্ড কর্তারা জরুরি বৈঠক করেন এবং বাঁকি ম্যাচগুলো দক্ষিন পূর্ব ভারতে করানোর সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা থেকে দূরের শহরগুলিকে নিরাপদ বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। তাই, ব্যাঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এবং কলকাতাকে প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে। এই শহরগুলোতে এখনও জনজীবন এবং বিমান ব্যাবস্থা স্বাভাবিক রয়েছে। পাশাপশি বিসিসিআই বিদেশি খেলোয়াড়দের তৎপর তাদের দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করার কথা জানিয়েছে ফ্রাঞ্চাইজি গুলিকে। পাশাপশি, আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিযোগিতা শুরু হলে তারা যেন ফিরে আসতে পারেন তার দিকেও নজর রাখতে বলেছে বিসিসিআই।

Read Also: IPL 2025: এই ৩ ক্রিকেটারের জন্যেই ফ্লপ হায়দ্রাবাদ, প্লে অফের দৌড় থেকে ছটকে গেছে অরেঞ্জ আর্মিরা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *