বেন স্টোকসদের অতিরিক্ত মদ্যপান-উদ্দাম পার্টি, দলের ব্যর্থতা নিয়ে রিপোর্ট দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড !! 1

টেস্ট সিরিজগুলি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) মধ্যে অন্তর্ভুক্ত হওয়ায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতিটি টেস্ট সিরিজে দলগুলি নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করে। এই বছরের শুরুতেই ইংল্যান্ডের (India vs England Test Series) মাটিতে ২-২ ম্যাচে টেস্ট সিরিজ ড্র করতে সক্ষম হয়েছিল ভারতীয় দল। বেন স্টোকসদের (Ben Stokes) পারফর্মেন্স চলতি অ্যাশেজ সিরিজে (Ashes Series 2025) আরও সমালোচনার মুখে পড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে একের পর এক ম্যাচ হেরে ধাক্কা খেয়েছে ইংলিশ বাহিনী। তার মধ্যেই অতিরিক্ত মদ্যপান এবং পার্টি করে প্রশ্নের মুখে পড়েছে হ্যারি ব্রুকরা (Harry Brook)। এই বিষয়ে এবার রিপোর্ট সামনে এসেছে।

Read More: ছুপা রুস্তম সূর্যকুমার যাদব, এই লাস্যময়ী নারীকে দিতেন মাঝ রাতে ‘নটি’ ম্যাসেজ !!

বিতর্কে ইংলিশ বাহিনী-

বেন স্টোকসদের অতিরিক্ত মদ্যপান-উদ্দাম পার্টি, দলের ব্যর্থতা নিয়ে রিপোর্ট দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড !! 2
England vs Australia | Image: Getty Images

চলতি অ্যাশেজ সিরিজে কোণঠাসা হয়ে পড়েছে ব্রন্ডন ম্যাককালামের (Brendon McCullum) ‘বাজবল’ কৌশল। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর তিন ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে ইংলিশ বাহিনী। এর মধ্যেই বেন স্টোকসদের বিরুদ্ধে সিরিজ চলাকালীন অত্যধিক মদ্যপান করার অভিযোগ এসেছে। দ্বিতীয় টেস্ট ম্যাচে হারের পর প্রধান কোচ ইংলিশ বাহিনীদের ছুটি দিয়েছিলেন। নুসা সমুদ্র সৈকতে ছুটি কাটাতে গিয়েছিল পুরো দল।

সেখানে ক্রিকেটাররা অতিরিক্ত মদ্যপান করেছিলেন বলে অভিযোগ সামনে আসে। ইংল্যান্ডের অধিনায়ক এই বিষয়ে বলেছিলেন, “অনেকেই অভিযোগ তুলছেন যে নুসায় আমাদের ক্রিকেটাররা নাকি অতিরিক্ত মদ্যপান করেছেন। যদি এটা সত্যি হয় তাহলে অবশ্যই অন্যায় কাজ। একটা আন্তর্জাতিক সিরিজ চলার সময় ক্রিকেটাররা এইরকম করতে পারেন না। কিন্তু আমার কাছে যতদূর খবর আছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। মদ্যপান কখনই চাপ কমায় না বরং মনঃসংযোগে ব্যাঘাত ঘটায়।”

এল বোর্ডের রিপোর্ট-

বেন স্টোকসদের অতিরিক্ত মদ্যপান-উদ্দাম পার্টি, দলের ব্যর্থতা নিয়ে রিপোর্ট দিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড !! 3
Ashes Series 2025 | Image: Getty Images

অভিযোগ সামনে আসার পরেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ECB) নির্দেশে তদন্ত শুরু করেন দলের ম্যানেজিং ডিরেক্টর রব কি (Rob Key)। সম্প্রতি তিনি রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী অতিরিক্ত মদ্যপানের যে অভিযোগ এসেছিল তার কোনো ভিত্তি নেই। তেমন কিছু পাওয়া যায়নি। নুসা সমুদ্র সৈকতে ছুটি কাটানোর সময় ক্রিকেটাররা মদ্যপান করেছিলেন। তবে সেটা মাত্রার মধ্যে ছিল। ক্রিকেটার বোর্ড কোনো নিয়ম ভাঙেননি। তাই তাদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

সূত্র অনুযায়ী চতুর্থ টেস্ট ম্যাচে ইংল্যান্ড দুরন্ত জয় পাওয়ায় কিছুটা নরম হয়েছে বোর্ড। সতর্ক করে ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে এইরকম ঘটনার পুনরাবৃত্তি হলে শাস্তি পেতে হবে বেন স্টোকসদের। উল্লেখ্য অ্যাশেজ সিরিজের চতুর্থ ম্যাচে ৪ জানুয়ারি থেকে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

Read Also: স্বর্গের পরীর মতো সুন্দরীর সঙ্গে প্রেম করছেন তিলক বর্মা, ঘনিষ্ঠ ছবি ভাইরাল হতেই শুরু চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *