আজ থেকে শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) মাটিতে ভারতের তিন ম্যাচের ওডিআই সিরিজ। প্রথম ম্যাচেই পার্থের মাটিতে লড়াইয়ে নেমেছে ব্লু ব্রিগেডরা। এই সিরিজের জন্য ২০২৭ ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) এবং প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) নতুন করে দল সাজিয়েছেন। সবচেয়ে বড়ো সিদ্ধান্ত হিসেবে রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দিয়ে শুভমান গিলকে (Shubman Gill) ওডিআই ক্রিকেটে অধিনায়ক হিসাবে নিয়ে আসা হয়েছে। এর সঙ্গেই বিরাট কোহলিও (Virat Kohli) দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন বলে খবর সামনে এসেছিল। এর মধ্যেই এবার কিং কোহলি এবং গম্ভীরের সম্পর্ক আবারও খারাপ দিকে এগিয়ে গেছে বলে খবর সামনে এসেছে।
Read More: “বিশ্বকাপ আর খেলতে হবে না…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮ রান আউট রোহিত শর্মা, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
বিরাট-গম্ভীরের নতুন দ্বন্দ্ব-

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন কোহলি। এই বছরের শুরুতেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই তারকা। শুধুমাত্র ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে বর্তমানে প্রস্তুত করছেন। কিন্তু প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এবং অজিত আগরকরের (Ajit Agarkar) একাধিক সিদ্ধান্ত তার ভবিষ্যতে জাতীয় দলে জায়গা পাওয়ার বিষয়ে ধোঁয়াশা তৈরি করেছে।
সূত্র অনুযায়ী জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেটে পর্যন্ত কোহলিকে খেলার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরই নাকি আবারও বিরাট এবং গম্ভীরের মধ্যে সম্পর্কের অবনতি লক্ষ্য করা যাচ্ছে। আইপিএলের মঞ্চেও এর আগে একাধিকবার এই দুই তারকাকে উত্তপ্ত বাগবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়তে দেখা গিয়েছিল। এবার দলের মধ্যে টানাপোড়েন শুরু হওয়ার পরে সূত্র অনুযায়ী অস্ট্রেলিয়ার ৩ দিনের অনুশীলনে একবারও মুখোমুখি হননি তারা। দীর্ঘদিন ধরে কথা বন্ধ বিরাট এবং গম্ভীরের মধ্যে।
ব্যাট হাতে ব্যর্থ বিরাট-

এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতীয় দলের হয়ে দুরন্ত ফর্মে ছিলেন কিং কোহলি (Virat Kohli)। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে আবারও ব্যাট হাতে জ্বলে উঠবেন বলে ভক্তরা মনে করছিলেন। আজ অজিদের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচে ভারতীয় দল টসে হেরে প্রথম ইনিংসে ব্যাটিং করার সুযোগ পায়। ওপেনিং করতে আছেন শুকমান গিল (Shubman Gill) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। দুজনেই অজি তারকাদের সামনে দাঁড়াতে পারেননি।
প্রথমেই ১৪ বলে ৮ রান করে মাঠ ছাড়েন হিটম্যান। এরপর মাঠে নেমে বিরাট হাল ধরার চেষ্টা করেন। কিন্তু ৮ বল খেলেও খাতা খুলতে পারেননি। মিচেল স্টার্কের (Mitchell Starc) করা বলে কুপার কনলিকে (Cooper Connolly) ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। এর ফলে ভারতীয় ব্যাটিং অর্ডার চাপের মুখে পড়ে যায়। মাত্র ২৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ব্লু ব্রিগেডরা। অধিনায়ক গিল ১৮ বলে ১০ রান করে মাঠ ছাড়েন। বিরাট ব্যর্থ হওয়ার পর গৌতম গম্ভীর এবং অজিত আগরকরের সিদ্ধান্ত ঠিক দিকেই যাচ্ছে বলে ক্রিকেট ভক্তরা উল্লেখ করছেন। ২০২৭ বিশ্বকাপ জায়গা পাবন না এই তারকা বলে জানাচ্ছেন অনেকেই।