ভারতীয় ক্রিকেটের খারাপ দিন, 'ব্ল্যাক ব্যান্ড' পরে মাঠে নামলেন বিরাট-রোহিত রা !! 1

চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। দিনের শুরুতে আবার ব্যাকফুটে টিম ইন্ডিয়া (Team India)। সকাল থেকেই ক্যাপ্টেন প্যাট কামিন্স (Pat Chmmins) ও স্টিভেন স্মিথ দুর্দান্ত একটি পার্টনারশিপ গড়ে তুলেছেন। গতকাল অজি দল ৩১১ রান বানিয়ে তাদের প্রথম দিন সমাপ্ত করেছিলেন। তবে আজ ভারতীয় খেলোয়াড়দের কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামতে দেখতে পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, শ্রদ্ধা জ্ঞাপন করতেই মূলত কালো আর্ম ব্যান্ড পড়তে দেখা যায়। গতকাল রাতে প্রয়াত হয়েছেন প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং। আর প্রচলিত প্রথাতেই শেষ শ্রদ্ধা জানাতে দেখা যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে।

মেলবোর্নে দ্বিতীয় দিনের শুরুতে অজি-দের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় খেলোয়াড়দের প্রাক্তন প্রধান মন্ত্রীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেল। তাই মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ক্রিকেটাররা মাঠে নামেন কালো আর্ম ব্যান্ড পরে। যদিও এই কারণটি বুঝতে বেশি সময় লাগেনি ভারতীয় ক্রিকেট ভক্তদের। শুধু যে ভারতে এই কালো আর্ম ব্যান্ড পড়ার প্রচলন রয়েছে তা নয়, বিশ্ব জুড়ে এই প্রচলন দেখতে পাওয়া যায়।

কালো আর্ম ব্যান্ড পড়লেন খেলোয়াড়রা

Team india
Rohit Sharma | Image: Twitter

প্রসঙ্গত, প্রাক্তন প্রধান মন্ত্রী মনমোহন সিংয়ের গতকাল সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি দেখা যায়। তারপরেই তাকে ভর্তি করা হয় দিল্লি এইমস হাসপাতালে। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শেষরক্ষা হলো না, হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। ৯২ বছর বয়সে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতেই ভারতীয় খেলোয়াড়দের সবাইকে কালো আর্ম ব্যান্ড পড়তে দেখা গেল।

Read Also: Team India: কনস্টাস কাণ্ডে মুখ পুড়লো কোহলি’র, আইসিসি’র কড়া শাস্তির কোপে ভারতীয় তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *