চলতি আইপিএলে বড় খোলাসা, ওয়ানখেড়ে স্টেডিয়ামে এই কারণে ব্যান KKR মালিক শাহরুখ খান !! 1

গত ৩১শে মার্চ, ২০২৫ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স (MI) এবং কলকাতা নাইট রাইডার্স (KKR) এর মধ্যে আইপিএল ২০২৫ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স দলের সহ-মালিক শাহরুখ খানের (Shah Rukh Khan) কন্যা সুহানা খানকে তার দলের জন্য উল্লাস করতে দেখা গেলেও, শাহরুখ খানকে দেখা যায়নি ওয়ানখেড়েতে। বেশিরভাগ ম্যাচেই শাহরুখ খানকে তার দলকে সমর্থন করতে দেখতে পাওয়া যায়। এমনকি শাহরুখ খান মুম্বইয়েরই বাসিন্দা। তাই তাঁর অনুপস্থিতি অনেকেরই ভ্রু কুঁচকে গেছে। চলতি আইপিলের মঞ্চেই হলো বড় খোলাসা।

ওয়ানখেড়েতে ব্যান হয়েছিলেন শাহরুখ

Shah rukh khan
Shah Rukh Khan | Image: Twitter

প্রসঙ্গত, ২০১২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স দলের বিরুদ্ধে আইপিএল ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের কর্মী এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসার জন্য শাহরুখকে (Shah Rukh Khan) পাঁচ বছরের জন্য ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। তৎকালীন সময়ে এই ঘটনাটি বেশ বিতর্কের জন্ম দিয়েছিল। তবে, শাহরুখের নিষেধাজ্ঞা ২০১৭ সালেই উঠে গিয়েছিল। তবুও শাহরুখ খানকে এখনও ওয়ানখেড়ের মাটিতে পা দিতে দেখা যায়নি। আসলে, কলকাতা নাইট রাইডার্স সেবার মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাস্ত করেছিল। সে সময় শাহরুখ একজন নিরাপত্তারক্ষী এবং এমসিএ কর্মকর্তাদের সাথে তীব্র তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েছিলেন।

সম্প্রতি ওই মামলায় মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের সামনে পুলিশ জানায়, তদন্তের পর শাহরুখের বিরুদ্ধে কোনো অপরাধের প্রমান পাওয়া যায়নি। এবিষয়ে মন্তব্য করে পুলিশ আধিকারিককে শাহরুখ জানান যে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা ম্যাচ জয়লাভ করার পর শাহরুখের সাথে থাকা বাচ্চারা মাঠে খেলা করছিল। আর সেই সময়েই নিরাপত্তারক্ষী বিকাশ দালভি সকলকে বেরিয়ে যেতে ছিলেন। শাহরুখের দাবি বিকাশ তাঁদের সঙ্গে প্রথমে দুর্ব্যবহার করায় শাহরুখ ক্ষুব্ধ হন। এই ঘটনার পর শাহরুখ খানকে মুম্বইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে দেখতে পাওয়া যায়নি।

পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জাজনক পরিণতির শিকার হয় কলকাতার

Ipl 2025, shah rukh khan
PBKS vs KKR | Image: Getty Images

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। ৭ ম্যাচ খেলে ৩টি জয় নিয়ে ছয় পয়েন্ট অর্জন করেছে। গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১১ রান তাড়া করতে এসে ৯৫ রানেই গুটিয়ে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স দল। নাইট রাইডার্স তাদের পরবর্তী ম্যাচটি গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে ২১ এপ্রিল নামতে চলেছে।

Read Also: Shah rukh Khan: ফাটতে ভুলে গিয়েছে KKR-এর অ্যাটম বোমা, মাথায় হাত মালিক শাহরুখের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *