"এদের দ্বারা হবে না..." জিম্বাবুয়ের বিরুদ্ধে ফিল্ডিং ব্যর্থতার পর সমাজ মাধ্যমে ট্রোলের শিকার টিম ইন্ডিয়া !! 1

IND vs ZIM: প্রথম ম্যাচে জয় সুনিশ্চিত করার পর জিম্বাবুয়ের দলের প্রদর্শন ছিল অতি সাধারণ। আজ চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধীনয়ায়ক শুভমান গিল। আজকের ম্যাচে ভারতীয় দলে প্রথম বার খেলতে দেখা যায় তুষার দেশপান্ডেকে। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লেতে ৪৪ রান বানিয়ে ফেলে জিম্বাবুয়ে। ওপেনার ব্যাটসম্যান ওয়েসলি মাধভেরে (Wessly Madhevere) ২৪ বলে ২৫ রানের ইনিংস খেলেন। পাশাপশি, ৩১ বলে ৩২ রান বানান তাদিওয়ানাশে মারুমানি (Tadiwanashe Marumani)। ১৪ বলে ৯ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন ব্রায়ান বেনেট (Brian Bennett)।

১৫২ রানে শেষ হয় জিম্বাবুয়ে দলের ইনিংস

Ind vs zim
IND vs ZIM | Image: Getty Images

দলের হয়ে সর্বাধিক ২৮ বলে ২টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪৬ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন সিকান্দার রাজা (Sikandar Raza)। পাশাপশি, ৩ বলে ৩ রান বানান জোনাথন ক্যাম্পবেল (Johnathan Campbell)। তবে আজকের ম্যাচে ভারতীয় দলের হয়ে ২ উইকেট নেন খলিল আহমেদ (Khaleel Ahmed) ও ১টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে (Tushar Deshpande), ওয়াসিংটন সুন্দর (Washington Sundar), অভিষেক শর্মা (Abhishek Sharma) ও শিবম দুবে (Shivam Dube)। আজ প্রথম ইনিংসে ভারতীয় দলের ফিল্ডিং ছিল খুবই সাধারণ, প্রথম ইনিংস শেষে ভক্তরা তাদের ক্ষোভ উজাড় করেছে সমাজ মাধ্যমে।

দেখেনিন টুইট

Read Also: IND vs ZIM, 4th T20i: ব্যাট হাতে লড়াই রাজা-মারুমানি’র, সিরিজ জিততে টিম ইন্ডিয়ার প্রয়োজন ১৫৩ রান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *