“কোনো কাজের না…” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে WCL’এর সেমিফাইনালে ব্যার্থ হতেই সমাজ মাধ্যমে ট্রোলের শিকার আম্বতি রায়ডু !! 1

বর্তমান সময়ে ক্রিকেট ছাড়ার পরেই কমেন্ট্রি বক্সে দেখা যায় ভারতীয় দলে প্রাক্তন ব্যাটসম্যান আম্বতি রায়ডুকে (Ambati Rayudu)। বিগত কিছু সময় ধরেই সমাজমাধ্যমে ট্রেন্ডিং রায়ডু, নানারকম মন্তব্য করে প্রায়শই ভক্তদের থেকে নানা রকম প্রতিক্রিয়া শুনে থাকেন তিনি। কমেন্ট্রি বক্সে বিরাট কোহলিকে নিয়ে এবং তার সাফল্যকে নিয়ে বারবার চর্চা করেন তিনি। বিশেষ করে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর’এর কাছে চেন্নাই সুপার কিংস এর পরাজয় মানতে পারেননি তিনি। যার ফলে চেন্নাই দলের প্রাক্তন ক্রিকেটার রায়ডু আরসিবির নকআউট ম্যাচে হারার পর নানান মন্তব্য করেছিলেন। এমনকি বিরাট কোহলির উপর স্বার্থপরের তকমাও লাগিয়েছিলেন।

বিরাট কোহলিকে তিনি পরামর্শ দিয়েছিলেন তার দলের হয়ে খেলার জন্য। বিশেষত আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন কোহলি এবং তাকে উদ্দেশ্য করে রায়ডু বয়ান দিয়েছিলেন যে নিজের জন্য খেললে অরেঞ্জ ক্যাপই জুটবে আইপিএল ট্রফি আর পেতে হবে না! রায়ডুর এই কথার পর থেকে সমাজমাধ্যমে থেকে রীতিমতন ঘৃণা পেতে শুরু করে দিয়েছেন তিনি। অন্যদিকে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ড লিগে নাম লিখিয়েছেন, এখানে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাচ্ছে একাধিক প্রাক্তন তারকদের এই তারকাদের মধ্যে একজন উল্লেখযোগ্য হলেন আম্বতি রায়ডু (Ambati Rayudu)।

সমাজ মাধ্যমে ট্রোল হলেন রায়ডু

Ambati Rayudu
Ambati Rayudu | Image: Twitter

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম এই টুর্নামেন্টে খেলার সুযোগ পান তিনি প্রথম ম্যাচে ২৩ বলে ৩৯ রানের একটি বিধ্বংস ইনিংস খেলেছিলেন রায়ডু। এরপর গ্রুপ পর্যায়ের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭ বলে ২৬ বানান তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ছয় বলে কেবলমাত্র দুই রান বানাতেই সক্ষম হয়েছিলেন তিনি। শেষমেশ, গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বড় সেমিফাইনালে কেবলমাত্র ১১ বলে ৩টি চারের বিনিময়ে ১৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতেই সমাজ মাধ্যমে শুরু হয়ে যায় চর্চা।

দেখেনিন টুইট

Read Also: Ambati Rayudu: “যেকোনো ফ্রাঞ্চাইজি ক্যাপ্টেন…” MI ফ্রাঞ্চাইজিকে একহাত নিয়ে, রোহিত শর্মার প্রশংসায় পঞ্চমুখ অম্বতি রায়ডু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *