ব্যার্থ হলো কোহলি-সল্টের লড়াকু ব্যাটিং, ৪২ রানে জয় সুনিশ্চিত করলো সানরাইজার্স !! 1

IPL 2025: সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ লড়াইয়ে ৪২ রানে পরাস্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। আজকের ম্যাচে পরাজিত হওয়ার পর পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে নেমে আসলো রয়্যাল চ্যালেঞ্জার্স দল। আজকের ম্যাচটি জয়লাভ করলে ব্যাঙ্গালুরুর কাছে বাড়তি সুযোগ থাকতো প্লে অফের প্রথম কোয়ালিফায়ার খেলার। আজকের ম্যাচে বড় ব্যবধানে হারার পর আরসিবির নেট রান রেটেও বেশ প্রভাব পড়েছে। যে কারণে তারা পাঞ্জাবের থেকেও নীচে নেমে এসেছে। আজকের ম্যাচের কথা বলতে গেলে, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যাল চলেঞ্জার্সের অধিনায়ক জিতেশ শর্মা।

প্রথমে ব্যাটিং করতে এসে আগ্রাসনের সঙ্গেই ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ দলের দুই ওপেনার ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। দুজনের মধ্যে ৫৪ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল মাত্র ২৫ বলেই। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সর্বাধিক ৯৪ রানের ইনিংসটি খেলেন ঈশান কিষান (Ishan Kishan)। ব্যাট হাতে মাত্র ৪৮ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় দুরন্ত ইনিংস খেলেন তিনি। ঈশান ব্যাতিত অভিষেক ৩৪, অনিকেত ভার্মা ২৬, হেনরিখ ক্লাসেন ২৪, ট্রেভিস হেড ১৭, প্যাট কামিন্স ১৩, অভিনব মনিহর ১২ এবং নীতিশ রেড্ডির ৪ রানের বিনিময়ে ২৩১ রানে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স দল। ব্যাঙ্গালুরুর হয়ে রোমারিও শেফার্ড ২টি এবং ভুবনেশ্বর, লুঙ্গি, সুয়াস ও ক্রুনাল একটি করে উইকেট পান।

Read More: IPL 2025 প্লে অফের আগেই চরম সমস্যায় পাঞ্জাব কিংস, বিবাদ পৌঁছালো হাইকোর্টে !!

৪২ রানে ম্যাচ জিতলো সানরাইজার্স

Ipl 2025
Pat Cummins and Harshal Patel | Image: Getty Images

রান তাড়া করতে এসে পাওয়ার প্লেতে বিরাট কোহলি (Virat Kohli) এবং ফিলিপ সল্ট (Philip Salt) দুরন্ত সূচনা দেন। পাওয়ার প্লেতেই ৭২ রান বানিয়ে ফেলে আরসিবি। পাওয়ার প্লে সমাপ্ত হতেই, ২৫ বলে ৪৩ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন বিরাট কোহলি। কোহলি আউট হতেই ব্যাটিং করতে আসেন মায়ানক আগারওয়াল। তিনি ১০ বলে ১১ রান বানিয়ে আউট হন। এরপর ব্যাটিং করতে এসে ফিলিপ সল্ট ৩২ বলে ৪টি চার ও ৫টি ছক্কায় ৬২ রান বানান। রজত পাতিদার ১৮ এবং জিতেশ শর্মার ২৪ রান ব্যাতিত বাঁকি কোনো ব্যাটসম্যান সেভাবে রান বানাতে সক্ষম হননি। ১৯.৫ ওভারে ১০ উইকেটে ১৮৯ রান বানায় আরসিবি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ৩ উইকেট পান প্যাট কামিন্স, ২ উইকেট পান ঈশান মালিঙ্গা এবং ১টি করে উইকেট পান উনাদকাট, হার্সাল, হার্শ দুবে ও নীতিশ রেড্ডি।

Read Also: IPL 2025: আর মাত্র একটা ম্যাচ, লিগ পর্বের শেষ ম্যাচেই অবসর নিতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *