IPL 2025: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অসাধারণ এক জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব কিংস। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে আজ ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস। বৃষ্টির কারণে প্রায় ২ ঘন্টা নষ্ট হয়েছিল, যে কারণে ১৪ ওভার করে আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ব্যাট হাতে আজ সম্পূর্ণরূপে ব্যার্থ হন বিরাট কোহলি (Virat Kohli) এবং ফিলিপ সল্ট (Philip Salt) দুজনেই। ৪ রানে আউট হন সল্ট তো ১ রানে প্যাভিলিয়নে ফিরতে হয় কিং কোহলিকে। চার ওভারের পাওয়ার প্লের ভিতরেই দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন অর্ষদীপ সিং (Arshdeep Singh)।
ক্যাপ্টেন রজত পতিদার (Rajat Patidar) ১৮ বলে ২৩ এবং টিম ডেভিড (Tim David) ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫০ রানের ইনিংস খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর থমকে যাওয়া ইনিংসে জীবন দেন। ডেভিডের দুরন্ত ফিনিশিং নক RCB দলকে ৯৫ রানে পৌঁছে দেয়। পাঞ্জাবের হয়ে দুটি করে উইকেট নেন অর্ষদীপ, জেনসেন, ব্রার ও চাহাল। কঠিন পিচে RCB-এর বানানো ৯৫ রানের জবাবে ব্যাটিং করতে এসে দুই ওপেনার সস্তায় প্যাভিলিয়নে ফেরেন। প্রভশিমরন ৯ বলে ১৩ রান বানান, এমনকি ওপেনার প্রিয়ান্স আর্য ১১ বলে ১৬ রানে আউট হয়ে যান। পাওয়ার প্লের ভিতর ২” উইকেটে ৩৩ রান হারায় পাঞ্জাব।
৫ উইকেটে ম্যাচ জিতলো পাঞ্জাব কিংস
ক্যাপ্টেন শ্রেয়স ও ইংলিশ ব্যাট হাতে খুব বেশি প্রভাব দেখাতে পারেননি। ১০ বলে ৭ রান বানিয়ে আবার একবার জোশ হ্যাজেলউডের বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন, সেই ওভারের ইংলিশকে ১৭ বলে ১৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরান। পাঁচে ব্যাটিং করতে এসে দুরন্ত ইনিংস খেলেন নেহাল ওয়াধেরা। ব্যাট হাতে ১৯ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩৩ রান বানান এবং ছক্কা হাঁকিয়ে মার্কাস স্টয়নিস ৫ উইকেটে জয় সুনিশ্চিত করেন।
ব্যাঙ্গালুরু দলের হয়ে সবথেকে সফল বোলার ছিলেন জোশ হ্যাজেলউড। ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। পাশাপশি, দুই উইকেট নেন ভুবনেশ্বর কুমার। আজকের জয়ের পর পয়েন্ট তালিকায় চারে নেমে আসলো রয়্যাল চ্যালেঞ্জার্স এবং ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেল পাঞ্জাব কিংস।