সমাপ্ত হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের (RCB vs DC) মধ্যে আইপিএলের (IPL 2024) ৬২তম ম্যাচের। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি দলের মনোনীত ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (Axar Patel)। পাওয়ার প্লের ভিতরে দুই উইকেট হারিয়ে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। ৬ বলে ৭ রান বানিয়ে আউট হন ক্যাপ্টেন ফফ ও ১৩ বলে ২৭ রানেই শেষ হয় কিং কোহলির (Virat Kohli) ইনিংসের। বন্ধু ইশান্ত শর্মার (Ishant Sharma) বলেই নিজের উইকেট হারান কোহলি। দিল্লি দলের ফিল্ডিং ছিল একদম সাদামাটা, যার ফায়দা তুলে চলতি আইপিএলের পঞ্চম অর্ধ-শতরান হাঁকালেন রজত পতিদার (Rajat Patidar)। ৩২ বলে ৩টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৫২ রান বানান তিনি।
এমনকি অলরাউন্ডার উইল জ্যাক্স (Will Jacks) ২৯ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ও ক্যামেরন গ্রীন (Cameron Green) ২৪ বলে ৩২ রান বানান। তবে ব্যাঙ্গালুরু দলের বাঁকি ব্যাটসম্যানদের থেকে দেখা যায়নি কোনো প্রদর্শন। মহিপাল লোমরার (১৩), দীনেশ কার্তিক (০), স্বপ্নীল সিং (০), কর্ন শর্মা (৬) ও মোহাম্মদ সিরাজের (০) রানের বিনিময়ে নির্ধারিত ২০ ওভারে ব্যাঙ্গালুরু দল ১৮৭ রান বানাতে সক্ষম হয়।
Read More: IPL 2024: হারের হ্যাট্রিক রাজস্থানের, হোম ম্যাচে দুই পয়েন্ট নিয়ে প্লে-অফের দিকে এগোলো চেন্নাই !!
৪৭ রানে জয় ছিনিয়ে নিলো RCB

রান তাড়া করতে এসে, তাসের ঘরের মতন ভেঙে পড়লো দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং। রান তাড়া করতে এসে পাওয়ার প্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে দিল্লি। ডেভিড ওয়ার্নার (David Warner) ২ বলে ১ রান বানিয়ে স্বপ্নীল সিংয়ের বলে প্যাভিলিয়নে ফেরেন। তৃতীয় ওভারে ৩ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন অভিষেক পোরেল (Abhishek Porel) এবং পরের বলেই ইনফর্ম জেক-ফ্রেজার-মাকগ্রাক ৮ বলে ২টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ২১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এমনকি, পন্থের জায়গায় সুযোগ পাওয়া কুমার কুশাগরা ৩ বলে ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
দলের হয়ে সর্বাধিক ৩৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৫৭ রানের ইনিংস খেলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বাঁকি ব্যাটসম্যানদের মধ্যে ট্রিস্টান স্টাবস (৩), রাশিক সালাম (১০), কুলদীপ যাদব (৬) ও মুকেশ কুমার (৩) রান বানিয়েছেন। ১৯.১ ওভারে ১৪০ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে দিল্লি ক্যাপিটালস। ব্যাঙ্গালুরুর হয়ে ৩ উইকেট নেন যশ দয়াল (Yash Dayal), লকি ফার্গুসন (Lokie Ferguson) ২ উইকেট নেন ও ১টি করে উইকেট তুলে নেন স্বপ্নীল সিং (Swapnil Singh), মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ক্যামেরন গ্রীন (Cameron Green)।