জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৬২তম ম্যাচ (IPL 2024), আজকের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস (RCB vs DC)। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লি দলের নতুন ক্যাপ্টেন অক্ষর প্যাটেল (Axar Patel)। প্রথমে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লের মধ্যেই ক্যাপ্টেন ডু প্লেসিস ৭ বলে ৬ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন এবং রান মেশিন বিরাট কোহলি ১৩ বলে ৩টি ছক্কা ও ১টি চারের বিনিময় সাতাশ রান হাঁকিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
দিল্লির বিরুদ্ধে ১৮৮’ রানের টার্গেট দিলো RCB
পাওয়ার প্লে তে ৬১ রান বানাতে সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি দলের খারাপ ফিল্ডিং এর ফায়দা তুলে আজকে আবার রজত পতিদার (Rajat Patidar) ও উইল জ্যাক্স (Will Jacks) দুর্দান্ত ইনিংস খেললেন। উইল জ্যাক্স ২৯ বলে তিনটি চার ও দুটি ছক্কার বিনিময়ে ৪১ রানের ইনিংস খেলেন এবং ৩২ বলে তিনটি চার ও তিনটি ছক্কার বিনিময়ে আবার একটি অর্ধ-শতরানের ইনিংস খেললেন রজত পতিদার। ৫২ রান বানিয়েছেন তিনি।
আজকের ইনিংসে ব্যাঙ্গালুরু দলের লোয়ার মিডিল অর্ডার ব্যাটসম্যানরা সম্পূর্ণরুপে ফ্লপ হয়েছেন। মহিপাল লোমরোর ৮ বলে ১৩ রান বানিয়েছেন। তাছাড়া দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং স্বপ্নীল সিং রান বানাতে ব্যর্থ হয়েছেন আজকে। পাশাপশি ২৪ বলে ৩২ রান বানিয়ে ক্যামেরন গ্রীন (Cameron Green) দলকে ১৮৭ রানে পৌঁছে দেন।
দিল্লির হয়ে ২ উইকেট নিয়েছেন রাশিক দার সালাম (Rasikh Salam) ও খালীল আহমেদ (Khaleel Ahamed)। ১টি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা (Ishant Sharma), মুকেশ কুমার (Mukesh Kumar) এবং কুলদীপ যাদব (Kuldeep Yadav)।