Ipl 2025
Romario Shepherd | Image: Getty Images

আজ আইপিএল ২০২৫’এর (IPL 2025) ৫২তম ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। দুই দলের কাহানি এবারের আইপিএলে একদম ভিন্ন। একদিকে রজত পতিদারের (Rajat Patidar) নেতৃত্বাধীন আরসিবি দল পায়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এবং চেন্নাই সুপার কিংস তালিকায় একদম শেষ স্থানে রয়েছে। আজকের ম্যাচটি আরসিবির কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ কারন আজ জিতলেই তারা প্লে-অফের টিকিট প্রায় পাকা করে ফেলবে। অন্যদিকে, এমএস ধোনির চেন্নাই আজকের ম্যাচে জিতে পয়েন্ট তালিকায় কিছুটা উন্নতি করতে চাইবে। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি। প্রথমে ব্যাটিং করতে এসে ৫ উইকেটে ২১৩ রান বানিয়ে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স দল।

টস হেরে ওপেনিং করতে এসে ব্যাঙ্গালুরুর শুরুটা ছিল বেশ ভালো। আরসিবির নতুন ওপেনিং জুটি হিসাবে বিরাট কোহলি এবং জেকব বেথেলের মধ্যে মাত্র ৫৯ বলেই ৯৭ রানের একটি পার্টনারশিপ গড়ে উঠেছিল।  ৩৩ বলে ৫৫  রানের ঝোড়ো ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন বেথেল, তার ইনিংসে এসেছিল ৮ টি চার এবং ২ টি ছক্কা। শান্ত ছিল না কোহলির ব্যাট, তিনিও ৩৩ বলে ৫ টি চার ও ৫ টি ছক্কায় বানিয়ে ফেলেন ৬২ রান। বিরাট আউট হওয়ার পর থেকে রানের গতি কমতে থাকে আরসিবির। মধ্য ওভার গুলিতে একেরপর এক উইকেট হারাতে শুরু করে দল।

Read More: IPL 2025: ১০ কোটির ‘ওয়াটার বয়’ কিনেছে দিল্লী ক্যাপিটালস, গোটা মরসুম কাটছে মাঠের বাইরে !!

চেন্নাইয়ের সামনে বড় লক্ষ রাখলো RCB

Ipl 2025
Virat Kohli | Image: Getty Images

দেবদত্ত পাড়িক্কল ১৫ বলে ১টি চার ও ১টি ছক্কায় ১৭ রান বানিয়ে আউট হয়ে যান। ক্যাপ্টেন পাতিদার আবার রান বানাতে ব্যার্থ হয়েছেন। ব্যাট হাতে ১৫ বলে মাত্র ১১ রান বানান রজত। তবে শেষের ১২ বলে তান্ডব চালায় আরসিবি। শেষ দুই ওভারে আরসিবি ৫৪ রান বানায়। ব্যাট হাতে শেফার্ড ১৪ বলে চারটি চার এবং ছয়টি ছক্কায় ৫৩ রান বানিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স দলকে ৫ উইকেটে ২১৩ রানে পৌঁছে দেন। চেন্নাই সুপার কিংসের হয়ে আজ সর্বাধিক তিনটি উইকেট পেয়েছেন মতিশা পথিরানা এবং এক উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও নূর আহমেদ।

Read Also: IPL 2025: নিষিদ্ধ ড্রাগস নিয়ে নির্বাসিত রাবাডা, ফাঁস আইপিএল অনুপস্থিতির রহস্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *