IPL 2025: এক রুদ্ধশ্বাস ম্যাচের পরিসমাপ্তি ঘটলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। ঘরের মাঠে আবার একবার পরাজয়ের মুখে পড়লো রয়্যাল চ্যালেঞ্জার্স দল। আজ গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস জেতেন দিল্লি দলের অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ব্যাটিং করতে এসে পাওয়ারপ্লেতে দুরন্ত একটি সূচনা দিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ওপেনার ব্যাটসম্যান ফিলিপ সল্ট (Philip Salt)। কেবলমাত্র ১৭ বলে চারটে চার এবং তিনটি ছক্কায় ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এরপর ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয় নিজের উইকেট হারাতে হয় তাকে। সল্ট আউট হওয়ার পরেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং। পাওয়ার প্লের ভিতরেই দেবদত্ত পদ্দিকাল কেবলমাত্র ১ রান বানিয়ে প্যাভেলিয়ানে ফেরেন। এক সময় মাত্র চার ওভারের মধ্যেই ৬১ রান বানিয়ে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারপর দুই ওভারে মাত্র তিন রানে ১ উইকেট হারিয়ে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স দল। পাওয়ার প্লের ভিতরই ৬৪ রান বানাতে সক্ষম হয়েছিল বেঙ্গালুরু।
১৬৩ রানে শেষ হয় ব্যাঙ্গালুরুর ব্যাটিং

এরপর বিপ্রজ নিগামের বলে ১৪ বলে ২২ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় কিং কোহলিকে। ৬ বলে মাত্র চার রান বানিয়ে আউট হন লিয়াম লিভিংস্টন (Liam Livingstone)। ১০২ রানেই অর্ধেক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের খেলোয়াড়রা ফিরে যান প্যাভেলিয়ানে। শেষের দিকে টিম ডেভিডের ২০ বলে দুটি চার এবং চারটি ছক্কায় ৩৭ রানের ইনিংসে বেঙ্গালুরু ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৭৩ রান বানাতে সক্ষম হয়েছিল।
Read More: IPL 2025 RCB vs DC Highlights: ‘দিল’ জিতলেন কে এল রাহুল, বেঙ্গালুরুর ডেরায় ম্যাচ জিতলো দিল্লী !!
ছয় উইকেটে জয় পায় দিল্লি

ছোট লক্ষ্যমাত্রা তাড়া করতে এসে দ্রুত ৩ উইকেট হারিয়ে ফেলেছিল দিল্লি ক্যাপিটালস। প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অধিনায়ক ডুপ্লেসিস এবার দিল্লি দলের সদস্য। ৭ বলে মাত্র ২ রান বানিয়ে তিনি নিজের উইকেট হারিয়ে ফেলেন। তার সাথে সাথেই আর এক ওপেনার জেক ফ্রেজার ৬ বলে ৭ রান বানিয়ে আউট হয়ে যান। তিনে ব্যাটিং করতে আসেন অভিষেক পোরেল, তিনিও ৭ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এমনকি, ১১ বলে মাত্র ১৫ রানে শেষ হয় ক্যাপ্টেন অক্ষরের (Axar Patel) ইনিংস। তবে আজকের ম্যাচেও জয়ের গুরুদায়িত্ব পালন করেছিলেন কেএল রাহুল (KL Rahul)। ৫৩ বলে সাতটি চার ও ছয়টি ছক্কায় ৯৩ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন রাহুল। তাকে সঙ্গ দেন ট্রিস্টান স্টাবস, তিনি ২৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। ১৩ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। আজকের এই জয়ের সাথে সাথে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে বহাল থাকলো অক্ষরের দিল্লী।