IPL 2025: "ঘরের মাঠেই নাক কাটা গেল..", পাঞ্জাব কিংসের বিপক্ষে হেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে বেঙ্গালুরু !! 1

IPL 2025: বৃষ্টির কারণে দেরিতে হলেও আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ ছিল জমজমাট। বেঙ্গালুরুর প্রথম ইনিংস ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। পাঞ্জাবের হয়ে আর্শদীপ সিং থেকে যুজবেন্দ্র চাহাল সকলেই বিধ্বংসী হয়ে উঠেছিলেন। এইরকম সময় দলের হয়ে হাল ধরেন টিম ডেভিড। তার দুরন্ত অর্ধশতরানে ভর করে বেঙ্গালুরু ৯৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

Read More: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দুরন্ত পাঞ্জাব কিংসের, ঘরের মাঠে হারের ধারা অব্যহত RCB’র !!

অন্যদিকে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংসের হয়ে প্রয়াংশ আর্য এবং প্রভসিমরান সিং ভালো শুরু করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার মাত্র ৭ রানে আউট হলেও নেহাল ওয়াধেরার ব্যাট হাতে দায়িত্বপূর্ণ ইনিংস খেলেন। তার করা ১৯ বলে অপরাজিত ৩৩ রানে ভর করে শেষ পর্যন্ত পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয় তুলে নেয়। অন্যদিকে ঘরের মাঠে লজ্জাজনক হারের সম্মুখীন হয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে আরসিবি।

এ বছর আইপিএলে ৩ ম্যাচে হারের সম্মুখীন হয়েছে বেঙ্গালুরু। প্রতিটি ম্যাচেই এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। এই বিষয়টির ওপর মিম বানিয়ে রজত পাটিদারের মুখে কথা বসিয়ে একজন লিখেছেন, “সবাই যদি ঘরের মাঠে সুবিধা পায় তাহলে একটি দলকে তো ঘরের মাঠে সমস্যায় পড়তে হবে‌। এবার বুঝতে পারছি সেই দলটি কারা।” আর একজন ক্রিকেটার ভক্ত কটাক্ষ করে লিখেছেন, “আগে ভাবতাম সব দল যদি জিতে যায় তাহলে কার নাক কাটা যাবে। এবার বুঝতে পারছি দলটি আরসিসি ছাড়া আর কেউ নয়।” “বেঙ্গালুরুর ফ্যানরা লজ্জায় পৃথিবী ছেড়ে সমুদ্রের তালায় চলে যাচ্ছে।”, বলেও উল্লেখ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

আরসিবিকে নিয়ে ট্যুইট চিত্র-

Read Also: “হাফ ছেড়ে বাঁচলো…” পাঞ্জাবের বিরুদ্ধে ৯৫ রানে শেষ হলো RCB’এর ব্যাটিং, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *