IPL 2025: পরপর জয় তুলে নিয়ে সমর্থকদের মনের আশা তৈরি করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভক্তরা ভেবেছিলেন সহজেই আরসিবি এই বছর আইপিএলের প্লে অফে জায়গা করে নেবে এবং ট্রফি জয় করবে। কিন্তু ঘরের মাঠে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে হারের সম্মুখীন হলো রজত পাটিদারের দল। প্রথম ইনিংসে বেঙ্গালুরুর ব্যাটসম্যানরা গুজরাট বোলারদের করা বল যেন বুজতেই পারছিলেন না। শেষ পর্যন্ত লিয়াম লিভিংস্টোনের অর্ধশতরানে ভর করে ১৬৯ রান সংগ্রহ করেছিল তারা।
গুজরাটের বিপক্ষে ঘরের মাঠে হার-
মহম্মদ সিরাজ পুরোনো দলের বিপক্ষে গুজরাটের জার্সিতে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জস বাটলার বিধ্বংসী হয়ে ওঠেন। তিনি একাই ৩৯ বলে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলেন। এর ফলে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘরের মাঠে ৮ উইকেটে হেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মিম বানছেন ক্রিকেট ভক্তরা। একজন লিখেছেন,”সাই সুদর্শন, জস বাটলার এবং রাদারফোর্ড পুরোনো আরসিবিকে জাগিয়ে তুলেছেন।”
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে RCB-
“জস বাটলার আরসিবিকে বিপক্ষ দলে দেখলেই ধুতেই থাকেন, ধুতেই থাকেন।”, বলে মিম বানিয়ে মজা নিচ্ছেন ক্রিকেট ভক্তরা। “প্রতি বছরই আরসিবির বিপক্ষে একজন প্রাক্তন বেঙ্গালুরুর ক্রিকেটার জ্বলে ওঠেন।”, মহম্মদ সিরাজের পারফর্মেন্সের প্রসংশা করে লিখেছেন ক্রিকেটপ্রেমীরা। সিরাজের মুখ কাটাপ্পার মুখে বসিয়ে বাহুবলিকে পিছন থেকে হত্যার করার আইকনিক ছবি নিয়ে উল্লাস প্রকাশ করছেন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। বাহুবলি অবশ্যই এখানে অরসিবির প্রতিরূপ। একজন আবার রজত পাটিদারের ছবিতে কথা বসিয়ে মিম বানিয়ে কটাক্ষ করেছেন। মিমটিতে পাটিদার বলছেন, “আজ হেরে গেছি বলে আমায় কথা শোনাচ্ছো। না হলে তো বিরাট কোহলিকে নিয়ে নাচানাচি করতে।
RCB’কে নিয়ে ট্যুইট চিত্র-
Buttler's Bitch. #RCBvsGT #IPL2025 pic.twitter.com/USpEnPmRhg
— Bazball™️ (@BazballNation) April 2, 2025
#RCBvsGT
Jos butter , Sai sudarshan , Rutherford owned vintage RCB 🤙 pic.twitter.com/tHnbFKPFtr— theboysthing (@theboysthing07) April 2, 2025
Jos Buttler and Siraj Against RCB #RCBvsGT pic.twitter.com/GdOm2NGS1C
— Raja Babu (@GaurangBhardwa1) April 2, 2025
story of RCB fans every year 🤡#RCBvsGT pic.twitter.com/mOQs3cvpx5
— विक्रम 𝘬ꪊꪑꪖ𝘳 🦇 (@printf_meme) April 2, 2025
Whenever Jos Buttler sees RCB as the opposition team. #RCBvsGT pic.twitter.com/52VeefOAnY
— Binod (@wittybinod) April 2, 2025
That one EX RCB player every year against RCB #RCBvsGT pic.twitter.com/L2Z7o6kS0y
— देव 🔆 (@refocus21) April 2, 2025
RCB deserves it. ☺️#RCBvsGT pic.twitter.com/QgrDYbKa17
— maithun (@Being_Humor) April 2, 2025
Aaj credit captain ko 🤣🤣#RCBvsGT pic.twitter.com/sAWHH22D4D
— Aman_Chain 🇮🇳 (@Amanprabhat9) April 2, 2025