CSK vs RCB: ক্যাপ্টেন্সী ইনিংস খেললেন রজত পাতিদার, চেন্নাইকে ম্যাচ জিততে করতে হবে ১৯৭ রান !! 1

IPL 2025: আজ চেপক স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (CSK vs RCB) বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাই‌। ফলে বেঙ্গালুরুর হয়ে ওপেনিং করতে আসেন বিরাট কোহলি এবং ফিল সল্ট। এমএ চিদাম্বরম স্টেডিয়ামের স্লো পিচে প্রথম থেকেই দুজনে আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন। তবে বেশি দূর স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে পারেননি তারা। গুরুত্বপূর্ণ সময় রজত পাতিদার দুরন্ত অর্ধশতরান করে দলের হাল ধরেন। এর ফলে প্রথম ইনিংসে ১৯৬ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বড়ো রান করতে ব্যর্থ বিরাট-

CSK vs RCB: ক্যাপ্টেন্সী ইনিংস খেললেন রজত পাতিদার, চেন্নাইকে ম্যাচ জিততে করতে হবে ১৯৭ রান !! 2
Virat Kohli | Image: Getty Images

আজ ম্যাচে ওপেনিং করতে নেমে বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি এবং ফিল সল্ট দুরন্ত ব্যাটিং শুরু করেন। কিন্তু তারা স্কোরবোর্ড বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেননি। পঞ্চম ওভারে নূর আহমেদের করা বলে চোখের পলকে স্টাম্পিং করে সল্টকে মাঠের বাইরে পাঠিয়ে দেন মহেন্দ্র সিং ধোনি। এই ইংল্যান্ড তারকা ১৬ বলে ৩২ রানে আউট হন। এরপর দেবদত্ত পাডিক্কালকেও আক্রমনাত্মক ব্যাটিং করতে গিয়ে রবিচন্দ্রন আশ্বিনের বলে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডকে ক্যাচ দিয়ে বসেন। ১৪ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন তিনি। এইরকম পরিস্থিতিতে বিরাট কোহলি একদিক থেকে ধরে রেখে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ওভার প্রতি রানের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে চাপের মুখে পড়ে যান এই আরসিবি তারকা। ১২.২ ওভারে নূর আহমেদের করা বলে সুইপ মারতে গিয়ে ডিপ মিড উইকেটে আশ্বিনকে ক্যাচ দিয়ে বসেন বিরাট। ফলে ৩০ বলে ৩১ রানে শেষ হয় তার ভরসাযোগ্য ইনিংস।

জ্বলে উঠলেন রজত পাটিদার-

CSK vs RCB: ক্যাপ্টেন্সী ইনিংস খেললেন রজত পাতিদার, চেন্নাইকে ম্যাচ জিততে করতে হবে ১৯৭ রান !! 3
Rajat Patidar | Image: Getty Images

এরপর আগ্রাসী ব্যাটিং শুরু করেন রজত পাটিদার। দিপক হুডা সহজ ক্যাচ ছেড়ে দেওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। এক দিক থেকে ধরে রেখে গুরুত্বপূর্ণ অর্ধশতরান করেন আরসিবি অধিনায়ক। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৫১ রান। মারেন ৩ টি ছয় ও ৪ টি চার। পাথিরানার করা বলে স্যাম কুরানকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন পাটিদার।‌ তবে এরপর আর কেঊ সেইভাবে ব্যাট হাতে প্রভাব ফেলতে পারেননি।‌ লিয়াম লিভিংস্টোন ১০ রানে এবং জিতেশ শর্মা ১২ রানে আউট হয়ে ভক্তদের হতাশ করেন। তবে শেষে দিকে ৭ নম্বরে ব্যাট করে নেমে ভয়ঙ্কর হয়ে ওঠেন টিম ডেভিড। শেষ ওভারে তিনি পরপর তিন বলে দুরন্ত ৩ টি ছয় মেরে ৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন। এর ফলে আরসিবি প্রথম ইনিংসে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে নেয়। চেন্নাই সুপার কিংসের হয়ে নূর আহমেদ বেঙ্গালুরুর বিপক্ষেও বল হাতে নিজের প্রতিভার প্রকাশ ঘটান। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। অন্যদিকে মাথিশা পাথিরানা ৪ ওভারে ৩২ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন। খলিল আহমেদ এবং রবিচন্দ্রন আশ্বিন পেয়েছেন একটি করে উইকেট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *