IPL 2025: চিন্নাস্বামী স্টেডিয়ামের আকাশে ম্যাচ শুরুর আগে থেকেই মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। ফলে বৃষ্টির কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কিংসের ম্যাচ শুরু হতে বেশ খানিকটা দেরি হয়। ম্যাচে টসে জিতে শ্রেয়স আইয়ার প্রথমে বেঙ্গালুরুকে ব্যাটিং করতে পাঠিয়েছে। বৃষ্টির কারণে ১৪ ওভারে কমিয়ে আনা হয়েছে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। অন্যদিকে বেঙ্গালুরু প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়। তবে টিম ডেভিডের মরিয়া লড়াইয়ে ঘরের মাঠে শেষ পর্যন্ত ৯৫ রানে পৌঁছাল ব্যাঙ্গালুরু।
Read More: IPL 2025: ট্রফি জিততে দুরন্ত চাল দিলো CSK, দলে এন্ট্রি নিলেন ‘এবি ডিভিলিয়ার্স’ !!
ব্যর্থ বিরাট কোহলি-
প্রথম ইনিংসে ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলি ওপেনিং করতে আসেন। তবে এই দুই বেঙ্গালুরুর ওপেনার আর্শদীপ সিংয়ের দুরন্ত বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেন। প্রথম ওভারের চতুর্থ বলে সল্ট তারকা পেসারের করা বলে উইকেটকিপার জশ ইংলিশের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। তার ব্যাট থেকে আসে ৪ বলে ৪ রান। অন্যদিকে তৃতীয় তম ওভারে মাত্র ১ রান করে আউট হন বিরাট। এই তারকা ব্যাটসম্যান আর্শদীপ সিংয়ের করা বলে মার্কো জানসেনকে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা লাগিয়েছিলেন।
টিম ডেভিডের মরিয়া লড়াই-

দুই ওপেনার ব্যর্থ হওয়ার পর লিয়াম লিভিংস্টোন ৪ রানে, জিতেশ শর্মা ২ রানে এবং ক্রনাল পান্ডিয়া ১ রানে আউট হয়ে দলকে চাপের মুখে দেন। এইরকম পরিস্থিতিতে ১৮ বলে ২৩ রান করে দলকে ভরসা দেওয়ার চেষ্টা করেন রজত পাটিদার। আরসিবি অধিনায়কের গুরুত্বপূর্ণ উইকেটটি সংগ্রহ করেন যুজবেন্দ্র চাহাল। এরপর একদিক থেকে ধরে রেখে টিম ডেভিড মরিয়া লড়াই চালান। তিনি ২৬ বলে অর্ধশতরানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৫ টি চার ও ৩ টি ছয়। এর ফলে বেঙ্গালুরু প্রথম ইনিংসে ১৪ ওভারে ৯৫ রানে পৌঁছাতে সক্ষম হয়।
পাঞ্জাবের দুরন্ত বোলিং-

আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে পাঞ্জাব প্রশংসনীয় বোলিং করে সমর্থকদের মুগ্ধ করে। যুজবেন্দ্র চাহাল ৩ ওভারে ১১ রান দিয়ে ২ টি উইকেট সংগ্রহ করেন। ৩ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ টি করে উইকেট তুলে নিয়েছেন মার্কো জানসেনও। অন্যদিকে হারপ্রীত বার এবং আর্শদীপ সিংও ২ টি করে গুরুত্বপূর্ণ উইকেট নিজেদের ঝুলিতে পুরেছেন।