MI vs RCB: কোহলি এবং পাটিদারের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২২১ রান সংগ্রহ করলো বেঙ্গালুরু !! 1

IPL 2025: চলতি আইপিএলে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ান্স আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচে প্রথমে টসে জিতে হার্দিক পান্ডিয়া বোলিং করার সিদ্ধান্ত নেন। এর ফলে প্রথম ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলি ফিল সল্টের সঙ্গে ওপেনিং করতে আসেন। সল্ট ব্যর্থ হলেও আজ ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন কিং কোহলি। এরপর অধিনায়ক রজত পাটিদারের দুরন্ত অর্ধশতরানে ভর করে প্রথম ইনিংসে বেঙ্গালুরু ২২১ রান সংগ্রহ করলো।

Read More: IPL 2025: একাদশে একাধিক ব্যর্থ ব্যাটার, তবু এই অভিজ্ঞ তারকাকে নিয়ে মাথাই ঘামাচ্ছেন না KKR কর্মকর্তারা !!

ব্যাট হাতে জ্বলে উঠলেন বিরাট কোহলি-

MI vs RCB: কোহলি এবং পাটিদারের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২২১ রান সংগ্রহ করলো বেঙ্গালুরু !! 2
MI vs RCB | Image: Getty Images

আজ প্রথম ওভারেই ওপেনার ফিল সল্টকে মাত্র ৪ রান মাঠে বাইরে পাঠিয়ে দিয়ে দুরন্ত শুরু করেন ট্রেন্ট বোল্ট। এইরকম পরিস্থিতিতে বিরাট কোহলি প্রথমে দেবদত্ত পাডিক্কলের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ড দ্রুত এগিয়ে নিয়ে যান। ৫২ বলে ৯১ রানের পার্টনারশিপ গড়েন তারা। অন্যদিকে নবম তম ওভারে ভিগনেশ পুথুরের করা বলে উইল জ্যাকসকে ক্যাচ দিয়ে বসেন দেবদত্ত পাডিক্কল। তিনি ২২ বলে ৩৭ রান করে মাঠ ছাড়েন। এরপর বিরাট কোহলি রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে ৩১ বলে ৪৮ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। তবে ১৫ তম ওভারে যখন কিং কোহলি বড়ো ইনিংস গড়ার দিকে এগিয়ে চলেছিলেন সেই সময় হার্দিক পান্ডিয়ার করা বলে তিনি নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। এই তারকা ব্যাটসম্যানের ব্যাট থেকে ৮ টি চার এবং ২ টি ছয়ের সাহায্যে ৪২ বলে ৬৭ রান আসে।

অধিনায়কের প্রসংশনীয় ইনিংস-

MI vs RCB: কোহলি এবং পাটিদারের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ২২১ রান সংগ্রহ করলো বেঙ্গালুরু !! 3
MI vs RCB | Image: Getty Images

বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর শূন্য রানে লিয়াম লিভিংস্টোনকে ফেরান হার্দিক পান্ডিয়া। মুম্বাই অধিনায়ক আজ ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। অন্যদিকে গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব কাঁধে তুলে নেন আরসিবি অধিনায়ক রজত পাটিদার। তিনি উইকেটকিপার জিতেশ শর্মা সঙ্গে জুটি বেঁধে ব্যাট হাতে বিধ্বংসী হয়ে ওঠেন। রজত পাটিদার ৩২ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আসে ৪ টি ছয় এবং ৫ টি চার। শেষে জিতেশ শর্মার ১৯ বলে অপরাজিত ৪০ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ৪ ওভারে ৫৭ রান দিয়ে ২ টি উইকেট তুলে নিয়েছেন ট্রেন্ট বোল্ট। জসপ্রীত বুমরাহ এই বছর আইপিএলে আজ প্রথম মাঠে নেমে ৪ ওভারে মাত্র ২৯ রান খরচ করেছেন। তবে তিনি কোনো উইকেট সংগ্রহ করতে পারেননি।

Also Read: IPL 2025: “হাতে ১০ মাস রয়েছে…” ভবিষ্যৎ নিয়ে অকপট ধোনি, খেলতে পারেন পরের আইপিএলেও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *