PBKS vs RCB: বাদ জিতেশ শর্মা, পাঞ্জাবের বিপক্ষে এই তারকা ব্যাটসম্যানের ওপর ভরসা রাখছে বেঙ্গালুরু !! 1

IPL 2025: চলতি আইপিএলে ঘরের মাঠে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru)। শেষ ম্যাচে রজত পাটিদার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিপক্ষে মাঠে নেমেছিল। বৃষ্টির বিঘ্নিত ম্যাচে বেঙ্গালুরু লজ্জাজনকভাবে শ্রেয়স আইয়ার  বাহিনীর বিরুদ্ধে পরাজিত হয়। তবে আজ চন্ডিগড়ের মাঠে পাঞ্জাবকে পরাজিত করে এই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে বিরাট কোহলিদের কাছে। ফলে আজ বেঙ্গালুরুর একাদশে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

PBKS vs RCB: বাদ জিতেশ শর্মা, পাঞ্জাবের বিপক্ষে এই তারকা ব্যাটসম্যানের ওপর ভরসা রাখছে বেঙ্গালুরু !! 2
RCB | Image: Getty Images

পাঞ্জাব কিংস (PBKS) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

ম্যাচ নং- ৩৭

তারিখ- ২০/০৪/২০২৫

ভেন্যু- মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়াম, চন্ডিগড়

সময়- দুপুর ৩:৩০ (ভারতীয় সময়)

Read More: IPL 2025: অল্পে সন্তুষ্ট নন বৈভব সূর্যবংশী, আউট হয়ে চোখে জল বছর চোদ্দর কিশোরের !!

মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

চন্ডিগড়ের এই স্টেডিয়ামে ব্যাটসম্যান এবং বোলার দুজনেই সুবিধা পেয়ে থাকেন। প্রথম দিকে পিচ থেকে সুবিধা নিয়ে পেসাররা জ্বলে উঠতে পারেন। এখনও পর্যন্ত মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়ামে আইপিএলের মোট ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ৪ বার জয়লাভ করেছে। ৩ টি ম্যাচে জয়লাভ করেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল। শেষ ম্যাচে এই মাঠে পাঞ্জাব কিংস প্রথম ওভারে লড়াই করে মাত্র ১১১ রান সংগ্রহ করেছিল। এই রান নিয়েই তারা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৬ রানে জয় ছিনিয়ে নেয়। ১৮০ হলো চন্ডিগড়ের এই স্টেডিয়ামে আইপিএলের প্রথম ইনিংসের গড় রান।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একাদশের শক্তিশালী দিক-

PBKS vs RCB: বাদ জিতেশ শর্মা, পাঞ্জাবের বিপক্ষে এই তারকা ব্যাটসম্যানের ওপর ভরসা রাখছে বেঙ্গালুরু !! 3
Tim David | Image: Getty Images

পাঞ্জাব কিংসের বিপক্ষে শেষ ম্যাচের প্রথম ইনিংসে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এক সময় ৪২ রানে ৭ টি উইকেট হারিয়ে ফেলেছিল। সেই সময় টিম ডেভিড (Tim David) ২৬ বলে অপরাজিত ৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভরসা দেন। আজও তিনি দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন। বেঙ্গালুরু হারলেও এই ম্যাচে জশ হ্যাজেলউড (Josh Hazelwood) ৩ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। এই তারকা পেসারও আজ বেঙ্গালুরুর হয়ে জ্বলে উঠতে পারেন।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ-

PBKS vs RCB: বাদ জিতেশ শর্মা, পাঞ্জাবের বিপক্ষে এই তারকা ব্যাটসম্যানের ওপর ভরসা রাখছে বেঙ্গালুরু !! 4
RCB | Image: Getty Images

ওপেনার: ফিল সল্ট, বিরাট কোহলি

মিডল অর্ডার: রজত পাটিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, দেবদত্ত পাডিক্কল

ফিনিশার: ক্রনাল পান্ডিয়া, টিম ডেভিড

বোলার: ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজেলউড, সুয়াশ শর্মা

উইকেটকিপার: ফিল সল্ট

ইম্প্যাক্ট প্লেয়ার- মনোজ ভন্ডগে/জিতেশ শর্মা

Read Also: শেষ ওভারে হাতে চোট পেলেন আবেশ খান, চিন্তার ভাঁজ লখনৌয়ের কপালে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *