KKR vs RCB: নাইটদের বিরুদ্ধে একাদশে চমক আনছেন রজত পাটিদার, চিন্তা বাড়াচ্ছে হ্যাজেলউডের চোট !! 1

IPL 2024: আইপিএলের উদ্বোধনী ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Kolkata Knight Riders vs Royal Challengers Bangaluru)। গত বছর আইপিএলে আরসিবি প্লে অফে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হারের সম্মুখীন হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল। বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকা ক্রিকেটার থাকলেও এখনও পর্যন্ত এই দলটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারিনি। এই বছর বেঙ্গালুরু দলের নতুন অধিনায়ক হিসেবে রজত পাটিদারের (Rajat Patidar) নাম প্রকাশ করেছে। সম্প্রতি মেগা নিলামের ফলে আরসিবির একাদশেও বড়ো পরিবর্তন দেখা যাবে।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

KKR vs RCB: নাইটদের বিরুদ্ধে একাদশে চমক আনছেন রজত পাটিদার, চিন্তা বাড়াচ্ছে হ্যাজেলউডের চোট !! 2
Rinku Singh and Jitesh Sharma | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্স (KKR) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

ম্যাচ নং- ০১

তারিখ- ২২/০৩/২০২৫

ভেন্যু- ইডেন গার্ডেন্স, কলকাতা

সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্ট-

KKR vs RCB: নাইটদের বিরুদ্ধে একাদশে চমক আনছেন রজত পাটিদার, চিন্তা বাড়াচ্ছে হ্যাজেলউডের চোট !! 3
Eden Gardens | Image: Getty Images

ইডেন গার্ডেন্সের পিচে ব্যাটসম্যানরা বিশেষ সুবিধা পাবেন। গত বছর আইপিএলে এই মাঠে একাধিক উচ্চস্কোর যুক্ত ম্যাচ লক্ষ করা গেছে। ফলে উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাটিং করার দলকে জয় তুলে নিতে হলে ২০০-এর ওপর রান সংগ্রহ করতে হবে। এখনও পর্যন্ত ইডেন গার্ডেন্সে আইপিএলে ৯৩ টি ম্যাচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ৩৮ বার প্রথমে ব্যাটিং করা দল এবং ৫৫ বার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। ফলে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়করা। ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৩।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস-

KKR vs RCB: নাইটদের বিরুদ্ধে একাদশে চমক আনছেন রজত পাটিদার, চিন্তা বাড়াচ্ছে হ্যাজেলউডের চোট !! 4
| Image: Google Weather

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB) ম্যাচে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে এই বৃষ্টি ম্যাচের প্রভাব ফেলতে পারে। আরসিবি বনাম কেকেআর ম্যাচ চলাকালীন ৩০ থেকে ৬০ কিমি/ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানা যাচ্ছে। কলকাতার তাপমাত্রা থাকবে গড়ে ২৮ গ্ৰিডি সেলসিয়াস। এর সঙ্গেই এই গুরুত্বপূর্ণ ম্যাচের সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে গড়ে ৭৫ শতাংশ।

KKR vs RCB ম্যাচের লাইভ স্ট্রিমিং-

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB) ম্যাচ সহ আইপিএলের সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি দেখা যাবে। এছাড়াও ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগের ম্যাচগুলি অনলাইনে জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত হবে।

ইনজুরি আপডেট-

KKR vs RCB: নাইটদের বিরুদ্ধে একাদশে চমক আনছেন রজত পাটিদার, চিন্তা বাড়াচ্ছে হ্যাজেলউডের চোট !! 5
Josh Hazelwood | Image: Getty Images

আরসিবি এই বছর মেগা নিলামে ১২.৫ কোটি টাকার বিনিময়ে জশ হ্যাজেলউডকে (Josh Hazelwood) দলে ধরে রেখেছে। এই অস্ট্রেলিয়ান পেসার সাম্প্রতিক সময় কাফ স্ট্রেনের কারণে বর্ডার গাভাস্কার ট্রফি চলাকালীন বাদ পড়েছিলেন। এমনকি তিনি চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেননি। তবে আসন্ন আইপিএলের আগে আরসিবি শিবিরে তিনি যোগ দিয়েছেন। একাদশে জায়গা পেলেও এই তারকা পেসার টুর্নামেন্ট চলাকালীন চোটের কারণে মাঠের বাইরে চলে যেতে পারেন।

আরসিবির সম্ভাব্য একাদশ

KKR vs RCB: নাইটদের বিরুদ্ধে একাদশে চমক আনছেন রজত পাটিদার, চিন্তা বাড়াচ্ছে হ্যাজেলউডের চোট !! 6
Virat Kohli | Image: Getty Images

ওপেনার: বিরাট কোহলি, ফিল সল্ট

মিডল অর্ডার: রজত পটিদার, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা

ফিনিশার: টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া

বোলার: যশ দয়াল, জশ হ্যাজেলউড, সুয়াশ শর্মা

উইকেটকিপার: ফিল সল্ট

ইম্প্যাক্ট প্লেয়ার: দেবদত্ত পাডিক্কাল, স্বপ্নিল সিং

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *