WPL 2025: ইউপি ওয়ারিয়র্জের বিপক্ষে হেরে টুর্নামেন্টের প্লে অফে ওঠার আশা শেষ করলো RCB !! 1

WPL 2015: আইপিএলে (IPL) না পারলেও গত বছর মহিলাদের প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করে। ফলে চলমান ডব্লিউপিএলেও (WPL 2025) আরসিবিকে ঘিরে সমর্থকরা ট্রফি জয়ের স্বপ্ন দেখছিলেন। কিন্তু গতকাল ইউপি ওয়ারিয়র্জের (UPW) কাছে হেরে স্মৃতি মান্ধানাদের প্লে ওঠার রাস্তা বন্ধ হয়ে গেছে। শেষ ৫ ম্যাচে হেরে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ফলে দলের ধারাবাহিকভাবে ব্যর্থতা বর্তমানে সমালোচনার মুখে পড়েছে।

ইউপি ওয়ারিয়র্জের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ আরসিবির-

WPL 2025: ইউপি ওয়ারিয়র্জের বিপক্ষে হেরে টুর্নামেন্টের প্লে অফে ওঠার আশা শেষ করলো RCB !! 2
RCB vs UPW | Image: Getty images

এই বছর ডব্লিউপিএলের প্লে অফে লড়াইয়ে টিকে থাকতে হলে গতকাল বেঙ্গালুরুকে উপির (UPW) বিপক্ষে জয় তুলে নিতে হতো। লিগ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে গতকাল আরসিবি টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ইউপির হয়ে প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে জর্জিয়া ভোল (Georgia Voll) ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে ওঠেন। তিনি ৫৬ বলে অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ান তারকার ব্যাট থেকে আসে ১৭ টি চার এবং ১ টি ছয়। এর সঙ্গেই কিরণ নিভগিরের (Kiran Navgire) ১৬ বলে ৪৬ রানে ভর করে ইউপি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৫ রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংসে আরসিবি (RCB) প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) মাত্র ৪ রানে আউট হয়ে যান। একমাত্র উইকেটরক্ষক রিচা ঘোষ (Richa Ghosh) ৩৩ বলে ৬৯ রান করে লড়াই চালান। কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালুরু (RCB) ১৯.৩ ওভারে ২১৩ রানেই অল আউট হয়ে যায়। এর ফলে ইউপি ১২ রানে জয় নিশ্চিত করে।

ডব্লিউপিএলে আরসিবির যাত্রাপথ-

WPL 2025: ইউপি ওয়ারিয়র্জের বিপক্ষে হেরে টুর্নামেন্টের প্লে অফে ওঠার আশা শেষ করলো RCB !! 3
RCB | Image: Getty images

এই বছর ডব্লিউপিএলে (WPL 2025) বেঙ্গালুরু লিগ পর্বের প্রথম দুটি ম্যাচ জয় তুলে নিয়ে দুরন্ত শুরু করে। গুজরাট জায়েন্টসকে (GG) ৬ উইকেটে এবং দিল্লি ক্যাপিটালসকে (DC) ৮ উইকেটে পরাজিত করে তারা। দিল্লির বিপক্ষে স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ৪৭ বলে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। কিন্তু এরপর আর আরসিবি (RCB) একটি ম্যাচেও জয় তুলে নিতে পারেনি। পরপর ধারাবাহিকভাবে ৫ ম্যাচে পরাজিত হয়ে প্লে অফের লড়াই থেকে এবার তারা ছিটকে গেল। বর্তমানে পয়েন্ট তালিকায় বেঙ্গালুরু ৭ ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে একদম শেষে অবস্থান করছে। লিগ পর্বের শেষ ম্যাচে স্মৃতি মান্ধানার দল ১১ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের (MI) বিপক্ষে মাঠে নামবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *