২৯.৫ কোটি টাকায় প্রথম খেলোয়াড় হিসেবে RCB দলে শামিল হলেন KL রাহুল !! 1

KL Rahul: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) আগে আজ ভারতীয় ক্রিকেট বোর্ড মেগা নিলামের আয়োজন করেছে। দশটি ফ্রাঞ্চাইজি জমা হতে চলেছে সৌদি আরবের জেদ্দায়। চলতি সময়ে ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি খেলছে এই সিরিজটি ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ হলেও আজকেই ভারতীয় ক্রিকেট বোর্ড ডাক দিয়েছে আইপিএল নিলামের জন্য। আজকের নিলামের মঞ্চে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার কে দেখতে পাওয়া যাবে তারকা ক্রিকেটার ঋষভ পান্থ (Rishabh Pant)। তার পুরানো দিল্লি ক্যাপিটালস দল ত্যাগ করেছেন।

তাছাড়া কেএল রাহুল (KL Rahul) যিনি গত কয়েক মৌসুম জুড়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান হাঁকিয়েছেন, তিনি তার পুরানো ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস ত্যাগ করেছেন। গত মৌসুমে লখনৌ ফ্রাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে মাঠের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন রাহুল, তাই ভক্তরা ভেবে নিয়েছিলেন যে রাহুল হয়তো লখনৌ ফ্রাঞ্চাইজির অঙ্গ হবেন না। দুই তারকা ক্রিকেটার দের নিয়ে নিলামের মঞ্চে বড় লড়াই লক্ষ করা যাবে। গতকাল একটি মক নিলামের আয়োজন করেছিল Jio Cinema-এর কতৃপক্ষ।

Read More: KL Rahul: কেএল রাহুলের বিদায় নিশ্চিত, নতুন অধিনায়ক খুঁজে নিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস !!

RCB দলে ফিরলেন কেএল রাহুল

KL rahul
KL Rahul | Image: Getty Images

মক নিলামে প্রাক্তন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন। পাঞ্জাব কিংস মক নিলামে পন্থের উপর বাজি ধরে তাকে ৩৩ কোটি টাকায় কিনে নিয়েছে। পন্থের পাশাপাশি কেএল রাহুল, শ্রেয়াস আইয়ার এবং ঈশান কিষাণদেরও সবচেয়ে বেশি দামে বিক্রি করা হয়েছে। Jio Cinema-এর মক অকশনে তিনি সবচেয়ে দামি বিক্রি হয়েছিলেন। পান্তকে ৩৩ কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। কেএল রাহুলকে নিয়ে বড় বাজি ধরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। রাহুলকে ২৯.৫ কোটি টাকায় কিনেছে আরসিবি। পাশাপশি শ্রেয়াস আইয়ারের কথা বললে, কেকেআর তাকে ২১ কোটি টাকায় কিনেছে। রাহুল এর আগে ২০১৩-২০১৭ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে খেলেছিলেন। তবে ফর্মের টানাপোড়েনের জন্য তাকে পদে রিটেন করেনি দল। তবে এবার তাকে ফিরিয়ে আনলো ফ্রাঞ্চাইজি।

Read Also: IPL 2025: মেগা নিলামের খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *