লর্ডসে অনুষ্ঠিত হওয়া ভারত বনাম ইংল্যান্ডের (IND vs ENG) গুরুত্বপূর্ণ তৃতীয় টেস্ট ম্যাচ দীর্ঘদিন ক্রিকেট প্রেমীদের মনে থেকে যাবে। প্রথম থেকেই এই ম্যাচের উত্তেজনা ক্রিকেটের লড়াইকে জমজমাট করে তুলেছিল। এজবাস্টনে জয় তুলে নিয়ে শুভমান গিল (Shubman Gill) ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে এনেছিলেন। তৃতীয় টেস্ট ম্যাচেও ব্লু ব্রিগেডরা চোখে চোখ রেখে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই চালায়। এই ম্যাচে দ্বিতীয় ইনিংসে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময় হাল ধরেছেন। এবার তার সঙ্গে ম্যাচে ব্রেডন ক্রিসের (Brydon Carse) উত্তপ্ত পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Read More: IND vs ENG 3rd Test: শেষবেলার ব্যাটিং ধসে বিপর্যস্ত ভারত, জমজমাট পঞ্চম দিনের অপেক্ষায় লর্ডস !!
জাদেজা-ক্রিসের ভিডিও ভাইরাল-

লর্ডসের টেস্ট ম্যাচে তৃতীয় দিনের শেষের দিকে ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডেকেট (Ben Duckett) ওপেনিং করতে মাঠে নামেন। সেই সময় এই দুই তারকা ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে সময় অপচয় করার জন্য শুভমান গিল (Shubman Gill) তীব্র প্রতিবাদ জানান। এর সঙ্গেই উত্তপ্ত বাগবিতান্ডার মধ্যে জড়িয়ে পড়েন দুই দলের ক্রিকেটাররা। এবার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ব্রেডন ক্রিসকে (Brydon Carse) ম্যাচ চলাকালীন একে অপরের দিকে আক্রমণাত্মকভাবে তেড়ে যেতে দেখা গেল। ভারতীয় দল তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে একের পর এক উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে যায়।
এরকম গুরুত্বপূর্ণ সময় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এসে ব্যাট হাতে ভরসা হয়ে ওঠেন। তিনি ধৈর্যের সঙ্গে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এই রকম সময় ব্রেডন ক্রিস (Brydon Carse) যখন বোলিং করছিলেন রান নেওয়ার সময় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) বলের দিকে তাকিয়ে থাকার কারণে বোলারের সঙ্গে প্রায় ধাক্কা খান। ভারতীয় তারকা ব্যাটসম্যান নিজেকে সামলে নিয়ে ভুল স্বীকার করেন কিন্তু সেই সময় ব্রেডন ক্রিসকে (Brydon Carse) আক্রমণাত্মক ভাবে কিছু বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) জবাব দেওয়ার জন্য ব্যাট হাতে রীতিমতো তেড়ে আসেন। বেন স্টোকস (Ben Stokes) এই দুই ক্রিকেটারের মাঝে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বর্তমানে সেই ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।
দেখুন সেই ভিডিওটি-
লড়াইয়ে রবীন্দ্র জাদেজা-

ইংল্যান্ডের (IND vs ENG);বিপক্ষে চলতি টেস্ট সিরিজে বিশেষ করে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। নিচের দিকে ব্যাট করতে নেমে তার মরিয়া লড়াই ইতিমধ্যেই সমর্থকদের মুগ্ধ করেছে। দ্বিতীয় টেস্ট ম্যাচে এজবাস্টনে তিনি প্রথম ইনিংসে ১৩৭ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। এরপর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৯ রান করে দলকে জয় এনে দিয়েছিলেন জাদেজা (Ravindra Jadeja)। লর্ডসেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন এই তারকা।
প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় ১৩১ বলে ৭২ রান করে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসেও ১১২ বলে ভারতীয় দল ৮ উইকেট হারিয়ে ফেললেও ব্যাট হাতে এই তারকা অলরাউন্ডারের লড়াই বিপক্ষদের চাপের মুখে ফেলেছে। উল্লেখ্য এখনও পর্যন্ত রবীন্দ্র জাদেজা ভারতের হয়ে ৮২ টি টেস্ট ম্যাচে ৩৫৬৪ রান সংগ্রহ করার সঙ্গে সঙ্গে মোট ৩২৫ টি উইকেট তুলে নিয়েছেন।