অহংকারী জাদেজার হলো পর্দা ফাঁস, ভক্তদের সঙ্গে করলেন এই জঘন্য কাজ, ভিডিও ভাইরাল !! 1

Ravindra Jadeja: জমে উঠেছে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ (World Cup 2023), এই বিশ্বকাপে বেশ দারুন ছন্দে রয়েছে ভারতীয় দল। ইংল্যান্ডকে ১০০ রানে পরাজিত করে এবারের বিশ্বকাপে বড় একটি জয় ছিনিয়ে নিলো টিম ইন্ডিয়া এবং পৌঁছে গেল বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে। ছয় ম্যাচের মধ্যে ছয়টি ম্যাচ জিতে ভারতীয় দল সেমি ফাইনালের রাস্তা প্রায় পরিষ্কার করেই ফেলেছে তবে টিম ইন্ডিয়ার কাছে রয়েছে বড় সুযোগ, ভারতীয় দল চাইবে ২ নভেম্বর শ্রীলঙ্কাকে হারিয়ে জয়ের ধারা অব্যহত রেখে শীর্ষস্থান ধরে রাখতে। যে কারণে টিম ইন্ডিয়া বর্তমানে পৌঁছে গিয়েছে মুম্বইতে।

ইংল্যান্ডকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

Ind vs eng, ravindra jadeja
IND vs ENG | Image: Getty Images

মুম্বাইয়ের বিখ্যাত ওয়ানখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচটি, ২০১১ সালের বিশ্বকাপের মেগা ফাইনাল এই মাঠেই এই দুই দলের মধ্যেই অনুষ্ঠিত হয়েছিল। ২০১১’র ফাইনালের কথা স্মৃতিচারণ করে টিম ইন্ডিয়া আবার শ্রীলঙ্কাকে পরাজিত করতে চাইবে। আর ম্যাচের আগে ভাইরাল হলো রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) এক কীর্তি। ভারতীয় দলের স্পিন অলরাউন্ডার জাদেজা রিতিমতন ভালো ফর্মে রয়েছেন এবং তিনি দলকে তিন বিভাগেই সাহায্য করছেন, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অনুপস্থিতিতে তার কাজ অনেকটা বেড়েই গিয়েছে। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের আগে প্রস্তুত হয়েছেন জাদেজা।

জাদেজার করণীয় একটি কাজ সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে যেটি দেখে জাদেজাকে বেশ অহংকারী মনে হয়েছে, আসলে ভারতীয় দল মুম্বই পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরবর্তী ম্যাচটি খেলার জন্য আর এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার বাস রওনা দিয়েছিল স্টেডিয়ামের উদ্দেশ্যে তবে মুম্বইয়ের ট্রাফিকে ফেঁসে গিয়েছিল ভারতীয় দলের বাস, ঠিক তখনই কিছু ভক্ত ভারতীয় দলের ক্রিকেটারদের দেখে বেশ আপ্লুত হন এবং জাদেজাকে (Ravindra Jadeja) দেখার পর তিনি যেখানে বসে ছিলেন তার কাছে জানালায় গিয়ে আওয়াজ করতেই জাদেজা জানালার পর্দা দিয়ে দেন এবং জাদেজার এমন আচরণ সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

Read More: World Cup 2023: “ঘরের ছেলের ঘূর্ণি…” চেন্নাইয়ের চেনা মাঠে অজিদের ঘোল খাওয়ালেন Ravindra Jadeja, উচ্ছ্বসিত নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *