আর মাত্র তিন মাস পরেই শুরু হবে আইপিএল ২০২৬ মৌসুম (IPL 2026)। আর এর মধ্যেই সমস্ত টিম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। সদ্য কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) নিয়ে সমাজ মাধ্যমে বেশ চর্চা শুরু হয়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশী এই পেসারকে ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় কেনার পর বেশ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। আসলে, বাংলাদেশে দিপু দাসের হত্যার পর থেকে উত্তাল হয়ে ওঠে পুরো ভারতবর্ষ। যে কারণে বাধ্য হয়েই ফিজকে ব্যান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে, কেকেআর ছাড়া সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজস্থান রয়্যালস।
সঞ্জুকে ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস

প্রসঙ্গত, রাজস্থান রয়্যালস বরাবরই একটু আলাদা পথে হাঁটে। এবার সঞ্জু স্যামসনের বিদায়ের সঙ্গে সঙ্গে রাজস্থান রয়্যালস এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। IPL 2026-এর আগে সবচেয়ে বড় প্রশ্ন কে দেবেন এই দলকে নেতৃত্ব ? কারণ রাজস্থান স্কোয়াড শক্তিশালী হলেও একজন স্থায়ী ও গ্রহণযোগ্য অধিনায়কের অভাব স্পষ্ট। গত মৌসুমে সঞ্জু স্যামসন (Sanju Samson) প্রতিটি ম্যাচে উপালব্ধ না থাকায় দলের দায়িত্ব সামলেছিলেন রিয়ান পরাগ (Riyan Parag)। ২০২৫ সালে অধিনায়ক হিসেবে তাঁর শান্ত স্বভাব এবং কৌশলী সিদ্ধান্ত নজর কেড়েছে। তরুণদের সঙ্গে তাঁর সম্পর্কও দলের জন্য ইতিবাচক। দল নিয়ে মন্তব্য করে রবিন উত্থাপা মন্তব্য করে বলেছেন, “রাজস্থান রয়্যালস দলে একাধিক লিডার রয়েছে, কিন্তু কে অধিনায়ক হবে তা ঠিক করবে পারফরমেন্স।”
READ MORE: “অপমান সহ্য করব না..”, মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর IPL নিয়ে এবার বড়ো সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ !!
জাদেজার হাতে উঠছে দলের দায়িত্ব

অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে রয়েছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বহুদিন ধরেই সুপার কিংস দলের সাথে সাথে ভারতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে জাদেজার। তিনি দলের মুখ্য অলরাউন্ডারের ভূমিকা পালন করবেন। CSK-এর মতো চাপের পরিবেশে খেলার অভিজ্ঞতা তাঁকে আলাদা করে তোলে। যদিও তাঁর অধিনায়কত্বের অতীত খুব একটা সুখকর নয়। তবে অভিজ্ঞতার বিচারে জাদেজা বড় ভূমিকা পালন করতে পারেন। জাদেজা ব্যাতিত যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ। কিন্তু নেতৃত্বের দায়িত্ব দিলে তাঁর পারফরমেন্সে প্রভাব পড়তে পারে। সম্প্রতি সমাজ মাধ্যমে রাজস্থান রয়্যালস (RR) রবীন্দ্র জাদেজার ফটো শেয়ার করেছে। আর তাঁর এই ফটো শেয়ারের পর সমাজ মাধ্যমে বিভিন্ন সূত্র দাবি জানাচ্ছে রাজস্থানের পরবর্তী হতে চলেছেন জাদেজাই।